মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৩৮ অভিবাসী গ্রেপ্তার

মালয়েশিয়ার দুই রাজ্যে অভিযান চালিয়ে বাংলাদেশি সহ ১৩৮ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। শুক্রবার রাতে সেলাঙ্গর রাজ্যের আমপাংয়ের একটি শপিং সেন্টারে পরিচালিত সমন্বিত অপ কুটিপ অভিযানে ৯২ জন অবৈধ অভিবাসী আটক হন। একই দিনে জোহর রাজ্য থেকেও আরও ৪৬ জন আটক হন।

Jan 4, 2025 - 06:57
 0  1
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৩৮ অভিবাসী গ্রেপ্তার

মালয়েশিয়ার দুই রাজ্যে অভিযান চালিয়ে বাংলাদেশি সহ ১৩৮ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। শুক্রবার রাতে সেলাঙ্গর রাজ্যের আমপাংয়ের একটি শপিং সেন্টারে পরিচালিত সমন্বিত অপ কুটিপ অভিযানে ৯২ জন অবৈধ অভিবাসী আটক হন। একই দিনে জোহর রাজ্য থেকেও আরও ৪৬ জন আটক হন।

শনিবার সেলাঙ্গরের জেআইএম-এর পরিচালক খায়রুল আমিনুস কামারউদ্দিন এক বিবৃতিতে জানান, আটকদের মধ্যে রয়েছে ইন্দোনেশিয়ার ৩১, বাংলাদেশের ১৬, আফগানিস্তানের ১০, পাকিস্তানের ৮, নেপালের ৪, থাইল্যান্ডের ৪, মায়ানমারের ৩, অস্ট্রেলিয়ার ৩, ভারতের ৩, ফিলিপাইনের ২ এবং ইউরোপীয় ও আফ্রিকান দেশগুলোর ৮ জন অভিবাসী।

তিনি বলেন, “ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এর অধীনে আরও তদন্তের জন্য আটকদের সেলাঙ্গর জিআইএম এনফোর্সমেন্ট অফিসে নেওয়া হয়েছে।”

অন্যদিকে, জোহর ইমিগ্রেশন বিভাগ (জেআইএম) রাজ্যের চারটি জেলায় বেশ কয়েকটি অভিযান চালিয়ে ৪৬ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে। তারা ১৭ থেকে ৫৩ বছর বয়সী শ্রমিকরা ছিলেন এবং মুয়ার, সেগামাট, মেরসিং এবং বাতু পাহাত শাখায় অভিযান চালানো হয়।

জোহর রাজ্যের অভিবাসন বিভাগের পরিচালক দাতুক মোহাম্মদ রুশদি মোহদ দারুস জানান, ১ জানুয়ারি মুয়ারে ১৫, সেগামাটে ১১, মারসিং-এ ৯ এবং বাতু পাহাতে ১১ জনসহ মোট ৪৬ জনকে আটক করা হয়। আটকৃতদের মধ্যে ভারতের ৪, মায়ানমারের ১৫ জন, থাইল্যান্ডের ৭, বাংলাদেশি ৫, ইন্দোনেশিয়ার ৭, পাকিস্তানী ২ এবং নেপালী ৪ নাগরিক রয়েছেন।

এছাড়া, ১ জানুয়ারি তিনটি রাজ্যে অভিযান চালিয়ে বাংলাদেশি সহ আরও ২৮৪ জনকে আটক করা হয়েছে। এই অভিযানের পর মোট আটকের সংখ্যা দাঁড়িয়েছে ৪২২। গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত সাধারণ ক্ষমা ও স্বেচ্ছায় দেশে ফেরার কর্মসূচি শেষ হওয়ার পর থেকে দেশটিতে থাকা অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরু হয়। এই চলমান অভিযানে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অবৈধ অভিবাসীরা তটস্থ হয়ে পড়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow