সোমেশ্বরী থেকে ট্রলার বোঝাই ভারতীয় চিনির চালান উদ্ধার
ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আনা একটি চিনির চালান সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশ জব্দ করেছে।
ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আনা একটি চিনির চালান সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশ জব্দ করেছে।
শুক্রবার বিকালে উপজেলার সীমান্তনদী সোমেশ্বরী থেকে এই চিনির চালানটি উদ্ধার করা হয়।
জব্দ তালিকা প্রস্তুত ও মামলা দায়েরের পর শনিবার সকালে থানার ওসি মোহাম্মদ সজীব রহমান এ তথ্য নিশ্চিত করেন।
ওসি জানান, থানা পুলিশের একটি টিম সীমান্ত নদী সোমেশ্বরীর নৌপথে শুক্রবার বিকালে সন্দেহভাজন একটি ইঞ্জিন চালিত (স্টিল বডি) ট্রলারে তল্লাশি চালায়। এ সময় শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আনা ৩৯৫০ কেজি (৭৯ বস্তা) চিনি এবং পরিবহণের কাজে ব্যবহৃত ট্রলারটি জব্দ করা হয়। জব্দকৃত ট্রলার ও চিনির মোট মূল্য প্রায় ১০ লাখ টাকা।
শুক্রবার রাতেই পুলিশ অজ্ঞাতনামা চোরাকারবারিদের পলাতক আসামি হিসেবে দায়ী করে সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করেছে।
What's Your Reaction?