আজ আদালতে হাজির করা হবে চিন্ময়কে, নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী

বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আজ চট্টগ্রাম আদালতে তোলা হবে। আদালত প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। 

Jan 2, 2025 - 04:26
 0  1
আজ আদালতে হাজির করা হবে চিন্ময়কে, নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী

বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আজ চট্টগ্রাম আদালতে তোলা হবে। আদালত প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। 

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে আদালতের প্রবেশমুখে পুলিশ, সেনাবাহিনী এবং র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব) সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

এর আগে ৩ ডিসেম্বর, মঙ্গলবার চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানির দিন নির্ধারিত ছিল। সে সময় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা উপস্থিত থাকলেও আসামিপক্ষের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। তাই আদালত রাষ্ট্রপক্ষের আবেদনের ভিত্তিতে আজ পরবর্তী শুনানির তারিখ ধার্য করেন।

এদিকে, চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ বর্তমানে ভারতে অবস্থান করছেন। তবে তিনি কখন বাংলাদেশে ফিরবেন, তা নিয়ে সন্দেহ রয়েছে। 

এক সাক্ষাৎকারে সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ সাংবাদিকদের জানিয়েছিলেন, "আমি আগামী ২ জানুয়ারি চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে আদালতে দাঁড়াবো। এর আগেই বাংলাদেশে ফিরে যাব।" তবে কিছুক্ষণ পর তিনি তার বক্তব্য থেকে খানিকটা সরে এসে বলেন, "আমি বর্তমানে চিকিৎসাধীন রয়েছি। ডাক্তার যেদিন আমাকে সুস্থ বলবেন, সেদিন বাংলাদেশে ফিরে যাব। যদি আমি না থাকি, তবে অন্য আইনজীবীরা তার পক্ষে দাঁড়াবেন। তবে যদি আমি সুস্থ থাকি, তাহলে অবশ্যই যাব।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow