পশ্চিম তীরে আল জাজিরার সম্প্রচার বন্ধ করল ফিলিস্তিনি কর্তৃপক্ষ

পশ্চিম তীরে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ)। আল জাজিরাকে উস্কানিমূলক উপাদান প্রচারের জন্য দায়ী করা হয়েছে।

Jan 2, 2025 - 04:23
 0  0
পশ্চিম তীরে আল জাজিরার সম্প্রচার বন্ধ করল ফিলিস্তিনি কর্তৃপক্ষ

পশ্চিম তীরে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ)। আল জাজিরাকে উস্কানিমূলক উপাদান প্রচারের জন্য দায়ী করা হয়েছে।

ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফা জানায়, ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) পশ্চিম তীরে আল জাজিরার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। 

বুধবার ওয়াফার এক প্রতিবেদনে বলা হয়, মন্ত্রিসভা আল জাজিরার প্রতিবেদনের বিষয়ের জন্য উস্কানিমূলক, প্রতারণামূলক এবং কলহ সৃষ্টিকারী মন্তব্য করেছে। এ কারণে, আল জাজিরার সম্প্রচার কার্যক্রম স্থগিত করা হয়েছে।

তবে আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক থেকে এই বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এই সিদ্ধান্তটি পশ্চিম তীরের জেনিন গর্ভনরেট থেকে আল জাজিরার একটি প্রতিবেদনের পরই আসে, যেখানে ফিলিস্তিনি গোষ্ঠী ফাতাহ ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের আধিপত্যের বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। 

২০২৩ সালের ২৪ ডিসেম্বর, ফাতাহ আল জাজিরার বিরুদ্ধে আরব দুনিয়া ও বিশেষ করে ফিলিস্তিনে বিভাজন সৃষ্টির অভিযোগ তোলে। 

আল জাজিরার রিপোর্টার হামদাহ সালহুত জর্ডানের রাজধানী আম্মান থেকে জানিয়েছেন, পশ্চিম তীরে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীর অভিযান স্থানীয়দের মধ্যে জনপ্রিয়তা পায়নি। তিনি বলেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষ ইসরাইলি বাহিনী থেকে আলাদা অভিযান পরিচালনা করছে এবং গত চার সপ্তাহে তাদের অভিযানগুলো আরও বাড়ানো হয়েছে। 

সালহুত জানান, জেনিনের মতো এলাকায় এই ক্র্যাকডাউনের ফলে বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছে। 

প্যালেস্টাইন ন্যাশনাল ইনিশিয়েটিভের সেক্রেটারি-জেনারেল মুস্তাফা বারঘৌতি বলেন, ফিলিস্তিনিরা আল জাজিরার সম্প্রচার স্থগিত করার সিদ্ধান্তে হতবাক হবে। রামাল্লা থেকে আল জাজিরাকে তিনি বলেছেন, "এটি একটি বড় ভুল এবং এই সিদ্ধান্ত যত তাড়াতাড়ি সম্ভব প্রত্যাহার করা উচিত।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow