২০২৪ সালে ৩৭ হাজার রুশ ড্রোন ধ্বংস করল ইউক্রেনের নৌবাহিনী

২০২৪ সালে ইউক্রেনের নৌবাহিনী ৩৭ হাজারেরও বেশি রাশিয়ান ড্রোন ধ্বংস করেছে। নববর্ষের প্রথম দিন, ১ জানুয়ারি, এই তথ্য জানিয়েছে দেশটির নৌ ইউনিট।

Jan 2, 2025 - 05:26
 0  0
২০২৪ সালে ৩৭ হাজার রুশ ড্রোন ধ্বংস করল ইউক্রেনের নৌবাহিনী

২০২৪ সালে ইউক্রেনের নৌবাহিনী ৩৭ হাজারেরও বেশি রাশিয়ান ড্রোন ধ্বংস করেছে। নববর্ষের প্রথম দিন, ১ জানুয়ারি, এই তথ্য জানিয়েছে দেশটির নৌ ইউনিট।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দ্য কিয়েভ ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের নৌবাহিনী এক ফেসবুক পোস্টে জানিয়েছে, তারা ধ্বংস করা ড্রোনের মধ্যে রাশিয়ান স্ট্রাইক ড্রোন, অপারেশনাল ও ট্যাকটিক্যাল আনম্যানড এরিয়াল ভেহিকল (ইউএভি), ফার্স্ট-পারসন-ভিউ (এফপিভি) ড্রোন, স্ট্রাইক ইউএভি এবং শাহেদ টাইপ অ্যাটাক ড্রোন অন্তর্ভুক্ত করেছে।

এ সময়কালে ইউক্রেনের নৌবাহিনী পাঁচটি রাশিয়ান জাহাজ এবং ৪৫৮টি জলযানও ধ্বংস করেছে। 

নৌবাহিনী জানায়, রাশিয়ার ইউএভি ক্ষতির মধ্যে ৩৫ হাজার ৬৭০টি ধ্বংসকৃত এফপিভি ড্রোন এবং ১ হাজার ১৪০টি স্ট্রাইক ড্রোন রয়েছে।

ইউক্রেনের কমান্ডার-ইন-চিফ অলেক্সান্ডার সিরস্কি দাবি করেন, ২০২৪ সালে রাশিয়ান বাহিনী ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে, যেখানে ২০২৩ সালে প্রায় ৪ লাখ ২৭ হাজার রুশ সৈন্য নিহত বা আহত হয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রায় অভিযান শুরু করার পর রাশিয়া। এরপর ইউক্রেন তার নিজস্ব ড্রোন উৎপাদন শুরু করে, এবং নৌবাহিনীর জন্য ড্রোন তৈরি করে।

এদিকে, মঙ্গলবার ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা দাবি করেছে, কৃষ্ণসাগরে একটি নৌ ড্রোন ব্যবহার করে রাশিয়ার একটি হেলিকপ্টার ধ্বংস করেছে তারা। এতে আরেকটি রাশিয়ান হেলিকপ্টারও ক্ষতিগ্রস্ত হয়েছে। 

ইউক্রেনের গোয়েন্দা সংস্থা জিইউআর তাদের টেলিগ্রাম পোস্টে জানিয়েছে, ৩১ ডিসেম্বর, ক্রিমিয়ার পশ্চিম উপকূলে কেপ তারখানকুতের কাছে লড়াই চলাকালে মাগুরা ভি ফাইভ সামুদ্রিক ড্রোনটি রাশিয়ার এমআই-৮ হেলিকপ্টারকে আঘাত করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow