৭৩৩ দিন পর আবারও ফর্মে বাবরের ব্যাট

সময়ের সেরা ব্যাটার বাবর আজমের জন্য কিছুটা দুর্দিন কাটছিল। সাদা বলের ক্রিকেটে তিনি রান পেলেও, লাল বলের ক্রিকেটে ব্যাটিংয়ে ছিলেন মারাত্মক বিপর্যয়ে। দীর্ঘ সময় ধরে টেস্টে একটিও ফিফটি পাননি সাবেক এই অধিনায়ক। তার রানখরায় ভুগতে ভুগতে সেটা পৌঁছে গিয়েছিল ৭৩৩ দিন ও ১৯ ইনিংসে। তবে অবশেষে সেই আক্ষেপ দূর করেছেন বাবর, পেয়েছেন একটি ফিফটির দেখা। ২০২২ সালের ২৬ ডিসেম্বরের পর থেকে বাবর টেস্টে আর ফিফটি পাননি। এরপর ৭৩৩ দিন অপেক্ষা করতে হয়েছে তাকে একটি ফিফটি পাওয়ার জন্য। অবশেষে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়নে সিরিজের প্রথম টেস্টে বাবর সেই ফিফটি তুলে নিয়েছেন। তবে প্রথম ইনিংসে তার ব্যাটিং ছিল হতাশাজনক। মাত্র ৪ রানে আউট হয়ে যান বাবর। তবে দ্বিতীয় ইনিংসে তিনি ৫০ রান করে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়েছেন। ৮৫ বল মোকাবেলা করে ৯টি চারের সাহায্যে ৫০ রান করে আউট হন তিনি। তবে আরও বড় ইনিংস খেলতে পারেননি, প্রোটিয়া পেসার মার্কো জানসেনের দুর্দান্ত বোলিংয়ের সামনে তিনি ফিরেন। এটা ছিল বাবরের টেস্টে ১৯ ইনিংস পর ফিফটি। এই সময়ে বাবর মাত্র ৪ বার ৩০ রান পার করতে পেরেছেন এবং সর্বোচ্চ ইনিংস ছিল ৪১ রানের। তার সর্বশেষ সেঞ্চুরিটি ছিল ১৯ ইনিংস আগে, ২০২২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে করাচিতে। সেঞ্চুরির পরের সময়টাতে তার ইনিংসগুলো ছিল এরকম: ১৪, ২৪, ২৭, ১৩, ২৪, ৩৯, ২১, ১৪, ১, ৪১, ২৬, ২৩, ০, ২২, ৩১, ১১, ৩০, ৫, ৪। এদিকে, বাবর রান পেলেও দলীয়ভাবে পাকিস্তান এখনো ব্যাটিং বিপর্যয়ে রয়েছে। প্রথম ইনিংসে পাকিস্তান মাত্র ২১১ রানেই অলআউট হয়ে যায়। দক্ষিণ আফ্রিকা ৩০১ রান করে ৯০ রানের লিড নেয়। এরপর পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ২৩৭ রানে অলআউট হলে, প্রোটিয়াদের সামনে ১৪৮ রানের লক্ষ্য দাঁড়ায়। তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা ২৭ রানে ৩ উইকেট হারিয়েছে। ম্যাচ জিততে তাদের প্রয়োজন ১২১ রান, হাতে আছে ৭ উইকেট।

Dec 29, 2024 - 04:59
 0  0
৭৩৩ দিন পর আবারও ফর্মে বাবরের ব্যাট

সময়ের সেরা ব্যাটার বাবর আজমের জন্য কিছুটা দুর্দিন কাটছিল। সাদা বলের ক্রিকেটে তিনি রান পেলেও, লাল বলের ক্রিকেটে ব্যাটিংয়ে ছিলেন মারাত্মক বিপর্যয়ে। দীর্ঘ সময় ধরে টেস্টে একটিও ফিফটি পাননি সাবেক এই অধিনায়ক। তার রানখরায় ভুগতে ভুগতে সেটা পৌঁছে গিয়েছিল ৭৩৩ দিন ও ১৯ ইনিংসে। তবে অবশেষে সেই আক্ষেপ দূর করেছেন বাবর, পেয়েছেন একটি ফিফটির দেখা।

২০২২ সালের ২৬ ডিসেম্বরের পর থেকে বাবর টেস্টে আর ফিফটি পাননি। এরপর ৭৩৩ দিন অপেক্ষা করতে হয়েছে তাকে একটি ফিফটি পাওয়ার জন্য। অবশেষে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়নে সিরিজের প্রথম টেস্টে বাবর সেই ফিফটি তুলে নিয়েছেন।

তবে প্রথম ইনিংসে তার ব্যাটিং ছিল হতাশাজনক। মাত্র ৪ রানে আউট হয়ে যান বাবর। তবে দ্বিতীয় ইনিংসে তিনি ৫০ রান করে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়েছেন। ৮৫ বল মোকাবেলা করে ৯টি চারের সাহায্যে ৫০ রান করে আউট হন তিনি। তবে আরও বড় ইনিংস খেলতে পারেননি, প্রোটিয়া পেসার মার্কো জানসেনের দুর্দান্ত বোলিংয়ের সামনে তিনি ফিরেন।

এটা ছিল বাবরের টেস্টে ১৯ ইনিংস পর ফিফটি। এই সময়ে বাবর মাত্র ৪ বার ৩০ রান পার করতে পেরেছেন এবং সর্বোচ্চ ইনিংস ছিল ৪১ রানের। তার সর্বশেষ সেঞ্চুরিটি ছিল ১৯ ইনিংস আগে, ২০২২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে করাচিতে। সেঞ্চুরির পরের সময়টাতে তার ইনিংসগুলো ছিল এরকম: ১৪, ২৪, ২৭, ১৩, ২৪, ৩৯, ২১, ১৪, ১, ৪১, ২৬, ২৩, ০, ২২, ৩১, ১১, ৩০, ৫, ৪।

এদিকে, বাবর রান পেলেও দলীয়ভাবে পাকিস্তান এখনো ব্যাটিং বিপর্যয়ে রয়েছে। প্রথম ইনিংসে পাকিস্তান মাত্র ২১১ রানেই অলআউট হয়ে যায়। দক্ষিণ আফ্রিকা ৩০১ রান করে ৯০ রানের লিড নেয়। এরপর পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ২৩৭ রানে অলআউট হলে, প্রোটিয়াদের সামনে ১৪৮ রানের লক্ষ্য দাঁড়ায়। তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা ২৭ রানে ৩ উইকেট হারিয়েছে। ম্যাচ জিততে তাদের প্রয়োজন ১২১ রান, হাতে আছে ৭ উইকেট।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow