লোহিত সাগরে হুথিদের হামলায় পিছু হটলো মার্কিন যুদ্ধজাহাজ

গত ২৪ ঘণ্টায় লোহিত সাগরে যুদ্ধবিমানবাহী জাহাজ ‘হ্যারি এস. ট্রুম্যান’-এ ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী। সংগঠনটির মুখপাত্র ইয়াহিয়া সারি এ দাবি করেছেন। 

Jan 11, 2025 - 05:17
 0  0
লোহিত সাগরে হুথিদের হামলায় পিছু হটলো মার্কিন যুদ্ধজাহাজ

গত ২৪ ঘণ্টায় লোহিত সাগরে যুদ্ধবিমানবাহী জাহাজ ‘হ্যারি এস. ট্রুম্যান’-এ ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী। সংগঠনটির মুখপাত্র ইয়াহিয়া সারি এ দাবি করেছেন। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইয়াহিয়া সারি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের বাহিনী ‘হ্যারি এস. ট্রুম্যান’ জাহাজটি থেকে হুথিদের লক্ষ্য করে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল, তবে তাদের প্রতিরোধে মার্কিন বাহিনী যুদ্ধজাহাজ নিয়ে পিছু হটে। 

এছাড়া, ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটি দাবি করেছে, তেল আবিবে তিনটি ড্রোন হামলা চালানো হয়েছে। ২০২৩ সালের নভেম্বর থেকে, হামাসের প্রতি সমর্থন জানিয়ে হুথিরা লোহিত সাগর ও এডেন উপসাগরে ইসরাইলগামী জাহাজে হামলা চালিয়ে আসছে।

এদিকে, শুক্রবার (১০ জানুয়ারি) ইসরাইলের বিমান হামলায় ইয়েমেনের রাজধানী সানা ও পশ্চিম উপকূলে কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে একটি কেন্দ্রীয় বিদ্যুৎকেন্দ্রও রয়েছে। আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দর নগরী হোদেইদাহেও অন্তত ছয়বার বিমান হামলা চালানো হয়েছে। 

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হুথিরা ইসরাইলের বিরুদ্ধে আগ্রাসনের দায়ে চড়া মূল্য দিচ্ছে এবং ইসরাইলি অভিযান অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow