নটী বিনোদিনীর গান প্রকাশ্যে, রুক্মিণী স্পষ্ট করে দিলেন কে বিনোদিনী
টালিউড অভিনেত্রী রুক্মিণী মৈত্র অভিনীত ‘বিনোদিনী-একটি নটীর উপাখ্যান’ ছবি ২৩ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে। এই ছবিতে ‘নটী বিনোদিনী’র চরিত্রে অভিনয়ের জন্য অভিনেত্রী বিশেষভাবে নাচের প্রশিক্ষণ নিয়েছিলেন।
টালিউড অভিনেত্রী রুক্মিণী মৈত্র অভিনীত ‘বিনোদিনী-একটি নটীর উপাখ্যান’ ছবি ২৩ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে। এই ছবিতে ‘নটী বিনোদিনী’র চরিত্রে অভিনয়ের জন্য অভিনেত্রী বিশেষভাবে নাচের প্রশিক্ষণ নিয়েছিলেন। ছবির প্রথম গান ‘কানহা’ সম্প্রতি প্রকাশিত হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে, যেখানে রুক্মিণী মৈত্রকে ‘বিনোদিনী দাসি’র চরিত্রে নৃত্য পরিবেশন করতে দেখা যায়। তার অসাধারণ নৃত্যশৈলী দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা।
‘নটী বিনোদিনী’র চরিত্রে নিজেকে তুলে ধরতে রুক্মিণী নানা ধরনের প্রশিক্ষণ নিয়েছেন। মঞ্চে বিনোদিনীর শারীরিক ভঙ্গি, ব্যক্তিত্ব এবং নৃত্যশৈলী পুরোপুরি আয়ত্ত করার জন্য তিনি কঠোর পরিশ্রম করেছেন। এই প্রশিক্ষণের ফল দেখা যায় ‘বিনোদিনী-একটি নটীর উপাখ্যান’ ছবির মুক্তিপ্রাপ্ত গানে। গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল।
গানটির ভিডিওতে রুক্মিণী মৈত্রকে লেহেঙ্গা চোলি পরিহিত এবং অলঙ্কারে সজ্জিত অবস্থায় ‘নটী’ রূপে জলসা পরিবেশন করতে দেখা যায়। গুরমুখ রাইয়ের চরিত্রে মীর আফসার আলি তার নৃত্যশৈলী উপভোগ করছেন।
এছাড়া, ২৩ জানুয়ারি সিনেমাটি বড় পর্দায় মুক্তি পাবে। ছবিটি পরিচালনা করেছেন রামকমল মুখার্জি, এবং এতে রুক্মিণী মৈত্রের নৃত্যশৈলী দর্শকদের মুগ্ধ করবে।
What's Your Reaction?