প্রথমে গাড়ি, তারপর ঘোড়া: ফরহাদ মজহার

সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিতভাবে নানা বিষয় নিয়ে মতামত প্রকাশ করেন কলামিস্ট ও গবেষক ফরহাদ মজহার। বিশেষ করে, দেশের সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক ইস্যু নিয়ে তিনি টক শো এবং আলোচনা সভায় প্রায়ই অংশগ্রহণ করেন।

Jan 9, 2025 - 06:03
 0  0
প্রথমে গাড়ি, তারপর ঘোড়া: ফরহাদ মজহার
ফরহাদ মজহার

সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিতভাবে নানা বিষয় নিয়ে মতামত প্রকাশ করেন কলামিস্ট ও গবেষক ফরহাদ মজহার। বিশেষ করে, দেশের সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক ইস্যু নিয়ে তিনি টক শো এবং আলোচনা সভায় প্রায়ই অংশগ্রহণ করেন। সাম্প্রতিক বছরগুলোতে রাষ্ট্র গঠন ও সরকারের ভূমিকা নিয়ে বেশ সোচ্চার হয়েছেন তিনি।

বৃহস্পতিবার সকালে এক ফেসবুক পোস্টে ফরহাদ মজহার বলেছেন, ‘‘রাষ্ট্র গঠন আর সরকার নির্বাচন দুটি ভিন্ন কাজ, ভিন্ন বিষয়। গণঅভ্যুত্থানের পর প্রথমে যা করা দরকার, তা হলো রাষ্ট্র গঠন। আগে গাড়ি, তারপর ঘোড়া।’’

এর আগে, তিনি আরও একটি ফেসবুক পোস্টে মন্তব্য করেছিলেন যে, গণঅভ্যুত্থানে জনগণের পূর্ণ বিজয় হয়নি। তিনি দাবি করেন, ‘‘সংবিধান বা আইনের নামে জনগণের সামষ্টিক অভিপ্রায় নস্যাৎ করা হয়েছে। গঠিত হয়েছে সেনা-সমর্থিত উপদেষ্টা সরকার। জনগণের আসল অভিপ্রায়ের মর্ম বোঝা কঠিন হয়ে পড়েছে এবং গণরাজনৈতিক ধারার বিকাশ রুদ্ধ হয়ে পড়েছে।’’ ফরহাদ মজহার আরও জানান, ‘‘বাংলাদেশকে নতুনভাবে গঠনের লক্ষ্যে জনগণকে সরাসরি সম্পৃক্ত করে নতুন বাংলাদেশ গড়ার যে উদ্দেশ্য ছিল, তা থেকে দেশ এখন অনেকটাই বিচ্যুত হয়ে গেছে।’’

ফরহাদ মজহার তার পোস্টে আরও লেখেন, ‘‘বর্তমানে দেশের সমাজে উপরতলা, অর্থাৎ এলিট বা অভিজাত শ্রেণির প্রতিনিধিরা বিভিন্ন কমিশন গঠন করে জনগণের ওপর তাদের ‘সংস্কার’ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু প্রশ্ন উঠছে, এসব সংস্কারের প্রয়োগ কতটা সফল হবে?’’

এছাড়া, তিনি উল্লেখ করেন, ‘‘নির্বাচন নিয়ে ইতোমধ্যেই দাবী উঠেছে এবং নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। রাজনৈতিক দলগুলো আগামী বছরেই নির্বাচনের জন্য চাপ তৈরি করছে। তবে, এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে নিম্নবিত্ত, শ্রমিক এবং সাধারণ জনগণ, যাদের হয়তো আবার পুরনো অবস্থায় ফিরে যেতে হবে।’’ 

এর পর, ফরহাদ মজহার বলেন, ‘‘তাহলে আমরা কী করতে পারি? একমাত্র বিকল্প হিসেবে, গণঅভ্যুত্থান সুরক্ষার চেষ্টা চালিয়ে যেতে হবে। এজন্যই প্রয়োজন গণঅভ্যুত্থান সুরক্ষা মঞ্চ।’’ 

তিনি আরও বলেন, ‘‘আমরা একত্রিত হয়ে আলোচনা করি এবং ইতিবাচক পদক্ষেপ কী হতে পারে সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করি।’’ 

ফরহাদ মজহারের এসব মন্তব্য বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনী প্রস্তুতির প্রেক্ষিতে নতুন করে ভাবনার উদ্রেক করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow