সাংবাদিকের সঙ্গে মেসির প্রেম, যা বললেন তার কথিত প্রেমিকা

বিশ্বকাপের পর থেকে একাধিক গণমাধ্যমে আলোচনায় উঠে আসে লিওনেল মেসির প্রেমিকা হিসেবে আর্জেন্টিনার ক্রীড়া সাংবাদিক সোফি মার্তিনেজের নাম। তখন প্রশ্ন ওঠে, মেসির দীর্ঘদিনের প্রেমিকা আন্তোনেলা রোকুজ্জার সঙ্গে সম্পর্ক কি শেষের দিকে? তবে মেসি ও রোকুজ্জা দম্পতি কখনও এ নিয়ে মুখ খোলেননি।  

Jan 11, 2025 - 05:24
 0  0
সাংবাদিকের সঙ্গে মেসির প্রেম, যা বললেন তার কথিত প্রেমিকা

বিশ্বকাপের পর থেকে একাধিক গণমাধ্যমে আলোচনায় উঠে আসে লিওনেল মেসির প্রেমিকা হিসেবে আর্জেন্টিনার ক্রীড়া সাংবাদিক সোফি মার্তিনেজের নাম। তখন প্রশ্ন ওঠে, মেসির দীর্ঘদিনের প্রেমিকা আন্তোনেলা রোকুজ্জার সঙ্গে সম্পর্ক কি শেষের দিকে? তবে মেসি ও রোকুজ্জা দম্পতি কখনও এ নিয়ে মুখ খোলেননি।  

কিন্তু সম্প্রতি, সোফি মার্তিনেজ ওই পরকীয়ার গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন, মেসির সঙ্গে তার কোনো ধরনের সম্পর্ক বা পরকীয়া ছিল না, এমনকি এমন মিথ্যাচারের কোনো ভিত্তিও নেই।

পরকীয়ার গুঞ্জন প্রথম প্রকাশ পায় ২০২২ সালে বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলের সদস্য হিসেবে মেসির ক্রীড়া সাংবাদিক সোফি মার্তিনেজের সাক্ষাৎকারের পর। সেই সাক্ষাৎকারের পরই গুঞ্জন ছড়িয়ে পড়ে এবং অনেক মহল থেকে এর সত্যতা দাবি করা হয়।

মেসি ও রোকুজ্জা দম্পতি শুরু থেকে চুপ ছিল, তবে এবার সোফি টেলিফি টেলিভিশনের 'পিএইচ: পড়মস হাবলার শো'তে বলেন, “যখন অনেক মানুষ আপনাকে চিনতে শুরু করে, তখন এমন কিছু বিষয় সামনে আসে যা মোটেও ভালো নয়। আমার পরিবার এসব নিয়ে অনেক কষ্ট পেয়েছে, এবং এ বছরও অনেক গুজব শোনা গেছে, যা নিয়ে কথা বলাটা আমার জন্য অস্বস্তিকর।”

মেসি ও রোকুজ্জার সম্পর্ক ২০০৮ সালে শুরু হয় এবং ২০১৭ সালে তারা বিয়ে করেন। তারা মিডিয়ার থেকে নিজেদের পরিবারকে আড়ালে রেখে শান্তভাবে সংসার করছেন। তবে সোফি জানালেন, তার আর রোকুজ্জার মধ্যে ভালো সম্পর্ক ছিল এবং তিনি জানেন না কেন তাকে এই ধরনের আলোচনায় নিয়ে আসা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow