অবশেষে একটি ম্যাচ জিতেছি’ তৃপ্ত জাকের

ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে সিলেট স্ট্রাইকার্সের দুর্দশা অবশেষে কাটলো। দুই দলের প্রথম সাক্ষাতে সিলেট নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে। ঢাকা ক্যাপিটালসের দেওয়া ১৯৪ রানের লক্ষ্য তাড়া করে সিলেট স্ট্রাইকার্স ঘরের মাঠে প্রথম জয়ের আনন্দ পেয়েছে। ম্যাচসেরা হওয়া জাকির হাসান জানালেন, তিনি কতটা তৃপ্ত।

Jan 11, 2025 - 07:04
 0  0
অবশেষে একটি ম্যাচ জিতেছি’ তৃপ্ত জাকের

ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে সিলেট স্ট্রাইকার্সের দুর্দশা অবশেষে কাটলো। দুই দলের প্রথম সাক্ষাতে সিলেট নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে। ঢাকা ক্যাপিটালসের দেওয়া ১৯৪ রানের লক্ষ্য তাড়া করে সিলেট স্ট্রাইকার্স ঘরের মাঠে প্রথম জয়ের আনন্দ পেয়েছে। ম্যাচসেরা হওয়া জাকির হাসান জানালেন, তিনি কতটা তৃপ্ত।

ব্যাট হাতে ২৭ বলে ৫৮ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলের জয়ে অবদান রেখেছেন জাকির হাসান। তিনি দেখিয়ে দিয়েছেন, কীভাবে জয় পাওয়া যায়। এই ইনিংসের মাধ্যমে সিলেট স্ট্রাইকার্স তাদের প্রথম জয় অর্জন করেছে। ম্যাচ শেষে তাই তার মুখে ছিল তৃপ্তির হাসি।

সংবাদ সম্মেলনে জাকির হাসান বলেন, "উইকেট খুব ভালো ছিল। আমার মনে হয়েছিল, যেহেতু এখানে বাউন্ডারি সহজে পাওয়া যায়, তাই আমি পরিকল্পনা অনুযায়ী খেলেছি। প্রথম ইনিংসে ওরা ব্যাটিং করার সময় উইকেটটা বুঝতে চেষ্টা করেছি। এরপর যেসব বল ‘জোনে’ পড়েছে, সেগুলো মেরে গেছি।"

চতুর্থ ম্যাচে এসে প্রথম জয় পাওয়ার আনন্দ বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, "এটা অনেক স্বস্তির, কারণ দলটি আশা করছিল যে আমরা একটা ম্যাচ জিতব। এখন আমরা অবশেষে জিতেছি। সবচেয়ে বড় কথা, দর্শকরা আমাদের অকল্পনীয় সমর্থন দিয়েছে, পুরো টুর্নামেন্টজুড়ে তারা আমাদের পাশে দাঁড়িয়ে আছে। প্রতি ম্যাচেই স্টেডিয়াম পূর্ণ ছিল। আমি খুব উপভোগ করছি। আমাদের আরো দুটি ম্যাচ বাকি রয়েছে ঘরের মাঠে, আশা করি সেগুলোও জিততে পারব।"

এই ম্যাচ জেতানো ইনিংসটি জাকির হাসান সিলেটের দর্শকদের উদ্দেশে উৎসর্গ করেছেন। তিনি বলেন, "আমি এই ফিফটি আমার ভক্তদের উৎসর্গ করতে চাই। তারা আমাদের এত সমর্থন দিয়েছে, তারা আমাদের জন্য সব সময় উপস্থিত থাকে। এই জয়ের উৎস উৎসর্গ করছি তাদেরই।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow