ভালোবাসার মানুষকে জীবনসঙ্গী করে বিয়ের পিঁড়িতে ঋতাভরী
বলিউডে প্রেমের জালে অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। আগেই তার সম্পর্কের আভাস মিলেছিল। গত বছর দীপাবলিতে বলিউডের সংলাপ লেখক সুমিত অরোরার সঙ্গে তার প্রেমের গুঞ্জন জোরালো হয়েছিল। ওই সময় এক ঘরোয়া অনুষ্ঠানে প্রেমিকের সঙ্গে একটি ছবি শেয়ার করে বিষয়টি প্রকাশ্যে এনেছিলেন তিনি।
বলিউডে প্রেমের জালে অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। আগেই তার সম্পর্কের আভাস মিলেছিল। গত বছর দীপাবলিতে বলিউডের সংলাপ লেখক সুমিত অরোরার সঙ্গে তার প্রেমের গুঞ্জন জোরালো হয়েছিল। ওই সময় এক ঘরোয়া অনুষ্ঠানে প্রেমিকের সঙ্গে একটি ছবি শেয়ার করে বিষয়টি প্রকাশ্যে এনেছিলেন তিনি। তারপর বড়দিনে টালিউডের ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে সুমিতকে পরিচয় করিয়ে দিয়েছিলেন। নতুন বছরের প্রথমেই সুমিতের বাহুডোরে তাকে দেখা গিয়েছিল। আর এখন জানা যাচ্ছে, সেই প্রেমিকের সঙ্গেই গাঁটছড়া বাঁধতে চলেছেন ঋতাভরী। তবে, কবে?
একটি সূত্র জানিয়েছে, আগামী ডিসেম্বরে থাইল্যান্ডে ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে ‘ডেস্টিনেশন ওয়েডিং’-এর মাধ্যমে বিয়ে করবেন ঋতাভরী। বাঙালি ও পাঞ্জাবি দুই রীতিতে বিয়ের অনুষ্ঠান হবে। তবে, বিয়ের অনুষ্ঠানটি হবে খুবই ঘরোয়া, কিন্তু প্রীতিভোজটি জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করার পরিকল্পনা রয়েছে অভিনেত্রীর। বিশেষ দিনে বন্ধু-বান্ধবীদের সবাইকে আমন্ত্রণ জানাতে চান তিনি।
প্রেমিক সুমিত অরোরা একজন প্রখ্যাত সংলাপ লেখক, যিনি শাহরুখ খানের *‘জওয়ান’*, রাজকুমার রাও অভিনীত *‘স্ত্রী’*, এবং *‘চন্দু চ্যাম্পিয়ান’* ছবির সংলাপ লিখেছেন। এছাড়া সোনাক্ষী সিনহার *‘দাহাড়’* ও মনোজ বাজপেয়ি অভিনীত *‘দ্য ফ্যামিলি ম্যান’* সিরিজেও তার লেখা সংলাপ রয়েছে। ২০২৩ সাল থেকে তিনি প্রায় সব ছবি ও প্রজেক্টেই সুমিতকে সঙ্গে নিয়ে কাজ করেছেন।
তবে, সম্পর্কের বিষয়টি স্পষ্ট হতে সময় লাগেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে সুমিতকে বারবার আদুরে ভাষায় সম্বোধন করে ঋতাভরী লিখেছেন, "তুমি আমার হিরো", আবার কখনো "বেবি" বলে তাকে ডাকেছেন। প্রায়শই তাদের একসঙ্গে ছবি শেয়ার করেন অভিনেত্রী, এবং তাদের উষ্ণ রসায়ন দেখে সবাই বুঝে উঠতে পেরেছে, এই প্রেম সত্যিই গভীর।
এবার সবাই জানার অপেক্ষা, কবে ঋতাভরী চক্রবর্তী তার জীবনের নতুন অধ্যায় শুরু করবেন সুমিত অরোরার সঙ্গে।
What's Your Reaction?