অপটিমাসকে টেক্কা দিতে আসছে চীনা রোবট

চীনের রোবোটিকস প্রতিষ্ঠান **অ্যাগিবট** (Agibot) হিউম্যানয়েড রোবট তৈরির ক্ষেত্রে বৈপ্লবিক পদক্ষেপ গ্রহণ করেছে। ২০২৬ সালে ইলন মাস্কের **টেসলার অপটিমাস রোবট** বাজারে আসার আগেই ১,০০০টি রোবট উৎপাদন করে বৈশ্বিক রোবোটিকস খাতে প্রভাব বিস্তার করার লক্ষ্য নিয়েছে প্রতিষ্ঠানটি।

Dec 25, 2024 - 04:45
 0  0
অপটিমাসকে টেক্কা দিতে আসছে চীনা রোবট

চীনের রোবোটিকস প্রতিষ্ঠান **অ্যাগিবট** (Agibot) হিউম্যানয়েড রোবট তৈরির ক্ষেত্রে বৈপ্লবিক পদক্ষেপ গ্রহণ করেছে। ২০২৬ সালে ইলন মাস্কের **টেসলার অপটিমাস রোবট** বাজারে আসার আগেই ১,০০০টি রোবট উৎপাদন করে বৈশ্বিক রোবোটিকস খাতে প্রভাব বিস্তার করার লক্ষ্য নিয়েছে প্রতিষ্ঠানটি।

**ঝিউয়ান রোবোটিকস** নামে পরিচিত এই কোম্পানিটি ২০২৩ সালের ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠা করেন **পেং ঝিহুই**। প্রতিষ্ঠানটি আগস্ট মাসে তাদের প্রথম হিউম্যানয়েড রোবট মডেল **রেইজ এ১** (Raise A1) উন্মোচন করে এবং পরবর্তী সময়ে আরও পাঁচটি নতুন রোবট মডেল প্রকাশ করেছে।

অ্যাগিবটের রোবটগুলো শুধু গৃহস্থালি কাজে নয়, বরং শিল্প ও উৎপাদন খাতেও ব্যবহারের উপযোগী। প্রতিষ্ঠানটি **সাংহাইয়ের লিংগাং ফেংশিয়ান** কারখানায় রোবটের সমাহার, পরীক্ষা ও পারফরম্যান্স মূল্যায়ন করে থাকে। তাদের **"ডেটা সংগ্রহ কারখানা"** নামে একটি বিশেষ ব্যবস্থার মাধ্যমে বাস্তব কাজের পরিস্থিতি, যেমন কাপড় ভাঁজ করা, পরিষ্কার করা, ইত্যাদি কাজের ডেটা সংগ্রহ করে রোবটগুলোর প্রশিক্ষণ দেওয়া হয়।

এ পর্যন্ত অ্যাগিবট ৯৬২টিরও বেশি হিউম্যানয়েড রোবট উৎপাদন করেছে। চীনের গৃহস্থালি এবং শিল্পকাজে রোবট ব্যবহারের উপযোগিতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে অগ্রগতি দেশটিকে রোবোটিকস খাতে শীর্ষস্থানীয় দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়তা করছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow