সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার আর নেই

শান্তিতে নোবেলজয়ী যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার আর নেই। স্থানীয় সময় রোববার (২৯ ডিসেম্বর) এক বিবৃতিতে এ খবর জানিয়েছে জিমি কার্টার সেন্টার।

Dec 30, 2024 - 04:35
 0  0
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার আর নেই

শান্তিতে নোবেলজয়ী যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার আর নেই। স্থানীয় সময় রোববার (২৯ ডিসেম্বর) এক বিবৃতিতে এ খবর জানিয়েছে জিমি কার্টার সেন্টার।

মৃত্যুকালে তার বয়স ছিল ১০০ বছর। তিনি ইতিহাসের সবচেয়ে দীর্ঘজীবী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে পরিচিত। গত অক্টোবর মাসে তিনি তার ১০০তম জন্মদিন উদযাপন করেছিলেন।

ওয়াটারগেট কেলেঙ্কারির পর জর্জিয়ার স্থানীয় ডেমোক্র্যাট হিসেবে রিপাবলিকান জেরাল্ড ফোর্ডকে পরাজিত করে যুক্তরাষ্ট্রের ৩৯তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন জিমি কার্টার। ডেমোক্র্যাট দল থেকে নির্বাচিত হয়ে তিনি ১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত এক মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

২০২৩ সালের ফেব্রুয়ারিতে জর্জিয়ার প্লেইন্সে তার বাড়িতে 'হসপিস কেয়ারে' ভর্তি হন তিনি, যেখানে তিনি তার স্ত্রী রোজালিন কার্টারের সঙ্গে ছিলেন। ২০২৩ সালের ১৯ নভেম্বর তার স্ত্রী মারা যান।

জিমি কার্টার চার সন্তান ও ১১ নাতি-নাতনি রেখে গেছেন।

এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, জিমি কার্টার ছিলেন প্রথম মার্কিন প্রেসিডেন্ট, যিনি তার ১০০তম জন্মদিন উদযাপন করেছিলেন।

জিমি কার্টার ২০০২ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন, বিশেষত বিশ্বজুড়ে মানবাধিকার প্রতিষ্ঠার জন্য তার অবদানের জন্য।

জিমি কার্টারের ছেলে চিপ কার্টার এক বিবৃতিতে বলেছেন, “আমার বাবা একজন নায়ক ছিলেন। শুধু আমার কাছে নয়, যারা শান্তি, মানবাধিকার এবং নিঃস্বার্থ ভালোবাসায় বিশ্বাস করেন, তাদের সবার কাছে তিনি এক অনুপ্রেরণা।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow