রাশিয়ার গুলিতে বিধ্বস্ত যাত্রীবাহী বিমান: আজারবাইজানের প্রেসিডেন্টের দাবি
কাজাখস্তানে বিধ্বস্ত হওয়া আজারবাইজান এয়ারলাইনসের বিমানটি রাশিয়া ভুলবশত গুলি করে ভূপাতিত করেছে বলে মন্তব্য করেছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। তিনি এটিকে রাশিয়ার আক্রমণ হিসেবে উল্লেখ করে বলেছেন, এটি ছিল একটি অনিচ্ছাকৃত ঘটনা, তবে মস্কো এই বিষয়টি দিনের পর দিন চেপে রাখার চেষ্টা করেছে।
কাজাখস্তানে বিধ্বস্ত হওয়া আজারবাইজান এয়ারলাইনসের বিমানটি রাশিয়া ভুলবশত গুলি করে ভূপাতিত করেছে বলে মন্তব্য করেছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। তিনি এটিকে রাশিয়ার আক্রমণ হিসেবে উল্লেখ করে বলেছেন, এটি ছিল একটি অনিচ্ছাকৃত ঘটনা, তবে মস্কো এই বিষয়টি দিনের পর দিন চেপে রাখার চেষ্টা করেছে।
ডয়চে ভেলের একটি প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।
গত বুধবার আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার চেচনিয়া প্রজাতন্ত্রের রাজধানী গ্রজনিতে যাচ্ছিল আজারবাইজান এয়ারলাইনসের ফ্লাইট জে২-৮২৪৩। উড়োজাহাজটিতে যাত্রী ও ক্রু মিলিয়ে ৬৭ জন আরোহী ছিলেন, যাদের মধ্যে অন্তত ৩৮ জন নিহত হন।
আজারবাইজানের তদন্তের প্রাথমিক ফলাফলের বিষয়ে অবগত সূত্রগুলো বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, রাশিয়ার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ভুলবশত ইউক্রেনীয় ড্রোন ভেবে বিমানটিকে লক্ষ্য করে গুলি চালায়।
রোববার (২৯ ডিসেম্বর) আজারবাইজানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট আলিয়েভ বলেন, "আমরা স্পষ্টভাবে বলতে পারি যে বিমানটি রাশিয়ার ছোঁড়া গুলিতে ভূপাতিত হয়েছে। আমরা বলছি না যে এটি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে, তবে এমনটি হয়েছে।"
তিনি আরও বলেন, কাজাখস্তানে বিধ্বস্ত হওয়া বিমানটি রাশিয়ার ভূখণ্ড থেকে গুলি করা হয়, যার কারণে বিমানটি ইলেকট্রনিক যুদ্ধকৌশলের মাধ্যমে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
এছাড়া, আলিয়েভ রাশিয়াকে অভিযুক্ত করেছেন যে তারা কয়েকদিন ধরে এই ঘটনার সঠিক তথ্য গোপন রাখার চেষ্টা করেছে। তিনি বলেন, "দুর্ভাগ্যবশত, প্রথম তিন দিন আমরা রাশিয়া থেকে বিভ্রান্তিকর ব্যাখ্যা ছাড়া কিছুই শুনিনি।"
অন্যদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শনিবার বিমান বিধ্বস্তের ঘটনায় ‘দুঃখজনক’ বলে মন্তব্য করে ক্ষমা প্রার্থনা করেছেন। ক্রেমলিনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ইউক্রেনের ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে ভুলবশত যাত্রীবাহী বিমানটি ভূপাতিত হয়। তবে প্রথম দিকে রুশ কর্তৃপক্ষ এসব অভিযোগের বিরুদ্ধে সতর্ক বার্তা দিয়েছিল।
What's Your Reaction?