হানিমুনের প্রথম রাতে কারিশমাকে বন্ধুর সঙ্গে থাকতে বললেন তার স্বামী
বচ্চন পরিবারের বউ হওয়ার স্বপ্ন যখন আর পূর্ণ হলো না কারিশমা কাপুরের, তখন তিনি ব্যবসায়ী সঞ্জয় কাপুরকে বিয়ে করেছিলেন। শোনা যায়, কারিশমার মা অভিষেক বচ্চনের প্রতি একদম আস্থায় ছিলেন না। তাই বাগদান হওয়ার পরেও তাকে জোর করেই মেয়ের বিয়ে ভেঙে দেওয়ার পরামর্শ দেন।
বচ্চন পরিবারের বউ হওয়ার স্বপ্ন যখন আর পূর্ণ হলো না কারিশমা কাপুরের, তখন তিনি ব্যবসায়ী সঞ্জয় কাপুরকে বিয়ে করেছিলেন। শোনা যায়, কারিশমার মা অভিষেক বচ্চনের প্রতি একদম আস্থায় ছিলেন না। তাই বাগদান হওয়ার পরেও তাকে জোর করেই মেয়ের বিয়ে ভেঙে দেওয়ার পরামর্শ দেন।
২০০৩ সালে কারিশমা বিয়ে করেন সঞ্জয় কাপুরকে, তবে ২০১৪ সালে তারা একে অপরের থেকে বিচ্ছেদের আবেদন করেন। কিন্তু ২০১৬ সালে এক বিস্ফোরক অভিযোগ আনেন ৯০ দশকের জনপ্রিয় অভিনেত্রী, যা শুনলে সত্যি অবাক হতে হয়। তিনি জানান, সঞ্জয়ের সঙ্গে হানিমুনে গিয়ে আচমকাই সেখানে হাজির হয়েছিলেন সঞ্জয়ের কিছু বন্ধুরা। সঞ্জয় নাকি বাজি ধরে তার স্ত্রীকে এক বন্ধুর সঙ্গে শেয়ার করতে বলেন। বাজি হারানোর পর সঞ্জয় তার বন্ধুর সঙ্গে কারিশমাকে বিছানা ভাগ করে নিতে জোর করেন।
তবে, কারিশমা এতে রাজি হননি। প্রতিবাদ করার কারণে তাকে মারধরের শিকারও হতে হয়েছিল, এমনটাই দাবি করেন তিনি। অন্যদিকে, সঞ্জয় কাপুর অভিযোগ করেছিলেন, কারিশমা নাকি তাকে কখনো ভালোবাসেননি, বরং শুধুমাত্র টাকার জন্য তার সঙ্গে বিয়ে করেছিলেন।
What's Your Reaction?