অবসর ইস্যুতে রোহিত: 'পালাচ্ছি না'

ব্যাটিংয়ে সাফল্য না পাওয়া এবং নেতৃত্বে কিছুটা মন্দা দেখা দেওয়ায় কোণঠাসা হয়ে পড়েছিলেন রোহিত শর্মা। তবে ভারতীয় ক্রিকেটের তারকা এই পরিস্থিতি পরিবর্তন ঘটাতে পারেননি।

Jan 4, 2025 - 05:01
 0  0
অবসর ইস্যুতে রোহিত: 'পালাচ্ছি না'

ব্যাটিংয়ে সাফল্য না পাওয়া এবং নেতৃত্বে কিছুটা মন্দা দেখা দেওয়ায় কোণঠাসা হয়ে পড়েছিলেন রোহিত শর্মা। তবে ভারতীয় ক্রিকেটের তারকা এই পরিস্থিতি পরিবর্তন ঘটাতে পারেননি। সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ টেস্টের আগে তিনি জানিয়ে দেন, "যারা যোগ্য, তারাই খেলবে।" এই মন্তব্যের পর থেকেই বিস্তর জল্পনা শুরু হয়। বিশ্লেষক ও সাবেকরা তখন রোহিতের ক্রিকেট জীবনের অবসানকেও কল্পনা করেছিলেন। ভারতের একাধিক গণমাধ্যমে লেখা হয়েছিল, রোহিতের ক্রিকেট ছেড়ে দেওয়া উচিত।

এমন পরিস্থিতিতে রোহিত নিজেই সবকিছু পরিষ্কার করেছেন। সিডনি টেস্টে তার না খেলার কারণ, টেস্ট থেকে অবসর নেবেন কিনা, অথবা অধিনায়কত্ব ছাড়বেন কি না— এসব প্রশ্নের উত্তর তিনি স্টার স্পোর্টসকে দিয়েছেন। রোহিত জানান, তিনি সিদ্ধান্ত নিতে যথেষ্ট পরিণত এবং খেলা ছেড়ে পালিয়ে যাচ্ছেন না। 

সিডনি টেস্টের দ্বিতীয় দিনের লাঞ্চ বিরতির সময় রোহিত একটি দীর্ঘ সাক্ষাৎকারে বলেন, "অবসর নিচ্ছি না, খেলা ছেড়ে পালাচ্ছি না। আজ ব্যাটিংয়ে ভালো কিছু হচ্ছিল না, কিন্তু আমি জানি না যে পাঁচ মাস পরেও ব্যাটিং ঠিক থাকবে কিনা। ক্রিকেটে তো প্রতিটি মুহূর্তে কিছু বদলে যেতে পারে। আমি এই ম্যাচের কথা চিন্তা করে সিদ্ধান্ত নিয়েছি।"

বোর্ডার-গাভাস্কার ট্রফির এই ম্যাচটি রোহিতের জন্য বাঁচা-মরার মত পরিস্থিতি ছিল। জিতলে সিরিজ বাঁচে, আর হারলে সব হারাতে হবে। শেষ ৯ ম্যাচে রান করতে ভুগছেন রোহিত, তাই তিনি সাহসী সিদ্ধান্ত নিয়েছেন। সাংবাদিকদের সমালোচনারও জবাব দেন রোহিত, "যারা ল্যাপটপ নিয়ে বসে থাকেন, তারা আমাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবেন না। আমরা কী খেলব, কী না খেলব, সেটা আমাদের ব্যাপার। আমি পরিণত, দুই ছেলের বাবা। দলের স্বার্থে যা সঠিক মনে হয়েছে, সেটা করেছি। দিনের শেষে দলকে ম্যাচ জেতানোই মূল কথা, আমার পারফর্ম্যান্স নয়।"

ভারতের কিছু গণমাধ্যমের দাবি, রোহিত বিশ্রাম নেননি, বরং তাকে বাদ রেখেছে গৌতম গম্ভীরের দল। তবে রোহিত নিজেই বিষয়টি ব্যাখ্যা করেছেন, "মেলবোর্ন টেস্টের পর আমি কোনো সিদ্ধান্ত নিইনি। সবাই নববর্ষের ছুটিতে ছিল। এখানে (সিডনিতে) এসে কোচ এবং নির্বাচকদের বললাম যে আমি ফর্মে নেই, এটা গুরুত্বপূর্ণ ম্যাচ। যারা ফর্মে আছে, তাদের মাঠে নামানো উচিত। টিম ম্যানেজমেন্ট আমার সিদ্ধান্তকে সমর্থন করেছে এবং বলেছে, তুমি ক্যাপ্টেন, যা ভালো মনে করবে, সেটা করো।"

রোহিতের অনুপস্থিতিতে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন জাসপ্রিত বুমরাহ। সিডনি টেস্টে ভারতের ব্যাটিং খারাপ হলেও বোলিংয়ে তারা দুর্দান্ত করেছে। প্রথম ইনিংসে ১৮৫ রানে অল আউট হওয়ার পর বুমরাহ ও সিরাজের বোলিং তাণ্ডবে অস্ট্রেলিয়া ৯ উইকেট হারিয়ে ১৬৬ রানে থামে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow