বিগ ব্যাশে খেলতে না পেরে আফসোস করছেন রিশাদ?

দারুণ একটি আন্তর্জাতিক অভিজ্ঞতা হতে পারত। দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশ লিগে ডাক পেয়েছিলেন রিশাদ হোসেন, খেলতে যেতেন হোবার্ট হারিকেন্সের হয়ে। তবে শেষ পর্যন্ত বাধা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ফরচুন বরিশালের চাওয়া মেনে নিয়েই অস্ট্রেলিয়া সফর বাতিল করেন রিশাদ, এবং বর্তমানে তিনি বিপিএলে খেলছেন। 

Jan 8, 2025 - 05:12
 0  0
বিগ ব্যাশে খেলতে না পেরে আফসোস করছেন রিশাদ?

দারুণ একটি আন্তর্জাতিক অভিজ্ঞতা হতে পারত। দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশ লিগে ডাক পেয়েছিলেন রিশাদ হোসেন, খেলতে যেতেন হোবার্ট হারিকেন্সের হয়ে। তবে শেষ পর্যন্ত বাধা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ফরচুন বরিশালের চাওয়া মেনে নিয়েই অস্ট্রেলিয়া সফর বাতিল করেন রিশাদ, এবং বর্তমানে তিনি বিপিএলে খেলছেন। 

অস্ট্রেলিয়ায় তার জায়গা পূরণ করেছেন আফগান বাঁহাতি স্পিনার ওয়াকার সালামখিল। তবে রিশাদ হোসেনের মনোযোগ এখন বিপিএলেই। সম্প্রতি সিলেট পর্বে ফরচুন বরিশালের দুই ম্যাচে অংশ নিয়েছেন তিনি। সিলেটের বিপক্ষে ১৫ রান দিয়ে তুলে নিয়েছেন ৩ উইকেট, এবং দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

যদি অস্ট্রেলিয়ায় গিয়ে বিগ ব্যাশে খেলার সুযোগ পেতেন, তবে হয়তো আন্তর্জাতিক ক্রিকেটের আরও বড় মঞ্চে জায়গা করে নিতে পারতেন। তবে, রিশাদের মনে কোনো আক্ষেপ আছে কি না, এমন প্রশ্ন মঙ্গলবার রাতে করা হলে তিনি বলেন, "আমি আগেই বলেছি, কোনো কিছু নিয়ে আমি আক্ষেপ করি না। যেদিন যেটা থাকে, সেটা নিয়েই কাজ করতে চাই। বিপিএল চলছে, এখন শুধু বিপিএল নিয়েই চিন্তা করছি। বিগ ব্যাশ হয়নি, রিজিকে ছিল না। পরেরবার ইনশাআল্লাহ হবে।"

প্রথমে বরিশালের একাদশে সুযোগ না পাওয়া নিয়ে কি কোনো আক্ষেপ ছিল? এমন প্রশ্নের জবাবে রিশাদ বলেন, "টিম কম্বিনেশনের কারণে আমি একাদশে ছিলাম না। এর জন্য আমার কোনো অস্বস্তি হয়নি। দলের জন্য যা দরকার, তাই হবে। ক্যাপ্টেন বা কোচ তেমন কিছু বলেননি, শুধু বলেছে টিম কম্বিনেশনের কারণে আমি বাইরে ছিলাম।"

রিশাদ জানালেন, ভবিষ্যতে যদি দলের প্রয়োজনে আরও অনেক ম্যাচে একাদশের বাইরে থাকতে হয়, তাতেও তার কোনো সমস্যা নেই। তিনি বলেন, "এটা নিয়ে আমি চিন্তা করি না। প্রতিদিন খেলার প্রস্তুতি থাকে। টিম কম্বিনেশনের জন্য যদি না খেলতে হয়, সেটা তো আমার হাতে নেই।"

রিশাদের ইতিবাচক মনোভাব ও দলের প্রতি আত্মনিয়োগ তার শক্তিশালী মনোভাবের প্রমাণ, যা তাকে আরও ভালো ক্রিকেটার হতে সাহায্য করবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow