চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা সোহেল রানা (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে শহরের কোর্টমোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতার সোহেল রানা চুয়াডাঙ্গা পুরাতন হাসপাতাল পাড়ার জামাত আলীর ছেলে এবং চুয়াডাঙ্গা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

Jan 8, 2025 - 05:19
 0  0
চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা সোহেল রানা (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে শহরের কোর্টমোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতার সোহেল রানা চুয়াডাঙ্গা পুরাতন হাসপাতাল পাড়ার জামাত আলীর ছেলে এবং চুয়াডাঙ্গা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা মুক্তিপাড়ায় নুরুজ্জামান নামে এক ব্যবসায়ী তার বাড়ি নির্মাণ করছেন। ৫ আগস্টের পর থেকে সোহেল রানাসহ ১০-১২ জন নির্মাণাধীন ভবনের সামনে গিয়ে কাজ বন্ধ করার হুমকি দিয়ে তাকে বিভিন্ন সময় মোটা অংকের চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না পেয়ে অভিযুক্তরা তার কাছ থেকে ৬ গাড়ি ইট, ২ টন রড ও ৩০ সেফটি কাঠ জোরপূর্বক নিয়ে যায়।

এদিকে, নুরুজ্জামান তার প্রতিবেশী ও আত্মীয়স্বজনদের বিষয়টি জানালে অভিযুক্তরা তার পরিবারের সদস্যদের ক্ষতি করার হুমকি দেয়। গত ৬ জানুয়ারি আবারও সোহেল রানা ও তার সহযোগীরা জোর করে ২ হাজার পিস ইট নিয়ে যায়। এতে বাধ্য হয়ে নুরুজ্জামান বাকি ৬০ গাড়ি ইট অন্যত্র বিক্রি করে দেন।

মঙ্গলবার সেই ইটগুলো ট্রাকের মাধ্যমে সরানোর সময় সোহেল রানা ও তার সহযোগীরা বাধা দেয় এবং ১০ লাখ টাকা চাঁদা না দিলে ইট সরাতে দেবেন না বলে হুমকি দেয়। 

এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী নুরুজ্জামানের স্ত্রী থানায় খবর দিলে, পুলিশ সদর থানা অভিযান চালিয়ে কোর্টমোড় এলাকা থেকে সোহেল রানাকে গ্রেফতার করে। রাতে নুরুজ্জামানের স্ত্রী আরিফা পারভীন বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান বলেন, "অভিযোগ পাওয়ার পর সোহেল রানাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে চাঁদাবাজি মামলা হয়েছে।"

এ বিষয়ে চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি বলেন, "৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সোহেল রানাকে আটক করা হয়েছে বলে শুনেছি। দলের শৃঙ্খলা নষ্ট হয় এমন কোনো ঘটনাতে তার সম্পৃক্ততা থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow