বাংলাদেশি পেসারদের প্রশংসা আফ্রিদির কণ্ঠে

বিপিএল-এ প্রথম দুই ম্যাচে উইকেট না পেলেও, তৃতীয় ম্যাচে এসে অবশেষে উইকেটের দেখা পেয়েছেন পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি।

Jan 7, 2025 - 06:24
 0  1
বাংলাদেশি পেসারদের প্রশংসা আফ্রিদির কণ্ঠে

বিপিএল-এ প্রথম দুই ম্যাচে উইকেট না পেলেও, তৃতীয় ম্যাচে এসে অবশেষে উইকেটের দেখা পেয়েছেন পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি। দুর্বার রাজশাহীর বিপক্ষে ফরচুন বরিশালের হয়ে ২০ রান খরচায় শিকার করেছেন ২ উইকেট। এদিন তার দলেরও জয় হয়েছে। জয়লাভের পর সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশি পেসারদের প্রশংসায় পঞ্চমুখ হন আফ্রিদি। 

বিপিএল শুরুর আগে বাংলাদেশি পেসারদের প্রশংসা করেছিলেন আফ্রিদি, তবে সেবার নাহিদ রানার ভূয়সী প্রশংসা করেছেন তিনি। এবার শুধু রানা নয়, পেস বিভাগের অন্যান্য বোলারদের নিয়েও নিজের মতামত প্রকাশ করেছেন তিনি এবং বলেছেন, এই মুহূর্তে পেস বিভাগে বাংলাদেশ কতটা শক্তিশালী।

আফ্রিদি বলেন, "আমার মনে হয়, তাদের বেশ ভালো পেস আক্রমণ রয়েছে। (নাহিদ) রানা আছে, সে অনেক গতিশীল। তাকে এই শক্তিটা ধরে রাখতে হবে। লাল বলের ক্রিকেটে আরও বেশি খেলে সে আরও পরিণত হবে। তাসকিন (আহমেদ) আছে, সে দলের পেস ইউনিটের নেতা। এছাড়াও তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ এবং এবাদত হোসেনও আছেন, যদিও এবাদত কিছুদিন চোটে ছিলেন, তবে এখন সে পুরোপুরি সেরে উঠছে। তাই আমার মনে হয়, তাদের একটি শক্তিশালী বোলিং ইউনিট রয়েছে।"

বাংলাদেশের মানুষের ক্রিকেটের প্রতি ভালোবাসা নিয়ে মুগ্ধতা প্রকাশ করেন আফ্রিদি। তিনি বলেন, "এখন পর্যন্ত (বিপিএল) দারুণ উপভোগ করছি। বাংলাদেশের মানুষ ক্রিকেটকে অনেক ভালোবাসে। মাঠে গেলে দেখবেন দর্শকরা ভরা থাকে। তাদের সাপোর্ট অনেক বেশি। আমি বেশ ভালো সময় কাটাচ্ছি, এবং অবশ্যই তামিম (ইকবাল) ভাইয়ের সাথে।"

মিরপুর ও সিলেটের উইকেটের সম্পর্কেও নিজের মতামত দেন আফ্রিদি। তিনি বলেন, "এই উইকেট আগের মিরপুরের চেয়ে ভিন্ন। এখানে কম বাউন্স থাকে এবং সুইংও কম। তাই টাইট বোলিং করতে হবে। গতকাল কিছু প্রস্তুতি নেওয়া হয়েছে, বোলিং এবং ফিল্ডিংও অনুশীলন করেছি। তাই আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছিলাম যে আজ কী করতে হবে।"

বাংলাদেশে প্রথম দুই ম্যাচে উইকেট না পাওয়া নিয়ে আফ্রিদি বলেন, "আসলে আমার কোনো চাপ নেই। অতীতে কী হয়েছিল কিংবা ভবিষ্যতে কী হবে, আমি এসব নিয়ে ভাবি না। আমি শুধু বর্তমান নিয়ে ভাবি। উইকেট না পেলেও কোনো সমস্যা নেই, আমি প্রসেস ধরে রাখতে পছন্দ করি।"

তিনি আরও যোগ করেন, "টি-টোয়েন্টি ক্রিকেটে উইকেট পাওয়াটা অনেকটা আপনার নিয়ন্ত্রণে থাকে না। কারণ অনেক জায়গায় ছোট বাউন্ডারিতে ভালো উইকেট থাকে। তাই শুধু প্রসেস অনুসরণ করতে হবে, আর আমি সেই কাজটাই করেছি।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow