নতুন বছর নিয়ে প্রত্যাশার কথা জানালেন নগরবাউল জেমস

জনপ্রিয় ব্যান্ড তারকা এবং নগরবাউলখ্যাত মাহফুজ আনাম জেমস বর্তমানে স্টেজ শো নিয়েই ব্যস্ত রয়েছেন। গত বছরের শেষ প্রান্তে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী অনুষ্ঠানে গান গেয়ে দর্শকদের মাতিয়েছিলেন তিনি। একই বছর প্রথমবার সৌদি আরবে কনসার্টও করেন। 

Jan 8, 2025 - 04:39
 0  0
নতুন বছর নিয়ে প্রত্যাশার কথা জানালেন নগরবাউল জেমস

জনপ্রিয় ব্যান্ড তারকা এবং নগরবাউলখ্যাত মাহফুজ আনাম জেমস বর্তমানে স্টেজ শো নিয়েই ব্যস্ত রয়েছেন। গত বছরের শেষ প্রান্তে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী অনুষ্ঠানে গান গেয়ে দর্শকদের মাতিয়েছিলেন তিনি। একই বছর প্রথমবার সৌদি আরবে কনসার্টও করেন। 

এছাড়া, পুরো বছরব্যাপী বিশ্বজুড়ে কনসার্ট করে সংগীতপ্রেমীদের মাতিয়ে রাখেন জেমস। নতুন বছরেও এই ধারাটি অব্যাহত রাখার আশা ব্যক্ত করেছেন তিনি। ২০২৫ সালের প্রথম দিনটি শুরু করেছেন সিলেটের এক আয়োজনে গান গেয়ে। ৩১ ডিসেম্বর রাতে সিলেটে অনুষ্ঠিত স্টেজ শো ছিল তার নতুন বছরের প্রথম কনসার্ট। 

জেমসের মুখপাত্র রবিন ঠাকুর জানিয়েছেন, নতুন বছরেও তার গানের ব্যস্ততা থাকবে। এ বিষয়ে তিনি বলেন, "স্টেজ শো দিয়েই নতুন বছর শুরু করেছি আমরা। নগরবাউলের গানযাত্রা বছরের পর বছর চলবে। নতুন বছরে শিল্প-সংস্কৃতির সমৃদ্ধ বাংলাদেশ আমাদের প্রত্যাশা।"

নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে জেমস বলেন, "ভক্তরা আমার প্রাণ, সবার প্রতি আমি কৃতজ্ঞ। আমার ভালোবাসা অব্যাহত থাকবে। সবাইকে শুভেচ্ছা জানাই।" কর্মপরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, "গত বছর দেশ ও বিদেশে অনেক কনসার্টে অংশ নিয়েছি। বিশেষ করে সৌদি আরবে কনসার্টটি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমি বিশ্বাস করি, নতুন বছরে দেশ ও বিদেশে আরও বেশি কনসার্টের ব্যস্ততা থাকবে।"

নতুন বাংলাদেশের প্রত্যাশার কথা জানিয়ে জেমস বলেন, "গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশের সূচনা হয়েছে। তাই এবার প্রত্যাশা একটু বেশি। সংস্কৃতিবান্ধব ও সমৃদ্ধ বাংলাদেশের জন্য আমাদের কাজ করতে হবে। আমাদের গান ও সংস্কৃতি যেন পৃথিবীজুড়ে ছড়িয়ে পড়ে। এ বছর হোক গানের বছর, এটাই আমার চাওয়া।"

গত বছর তার কোনো নতুন গান প্রকাশ হয়নি, তবে চলতি বছর নতুন গান প্রকাশের ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। নতুন গান নিয়ে প্রস্তুতি শুরু করেছেন বলে জানিয়েছেন জেমস।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow