আ.লীগ রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যক্তিগত স্বার্থের জন্য ব্যবহার করেছিল: মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক বলেছেন, আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতাকে ত্যাগের বস্তু হিসেবে নয়, বরং ভোগের বস্তু হিসেবে বিবেচনা করেছে। কিন্তু ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতাকে ভোগের বস্তু নয়, ত্যাগের জিনিস হিসেবে দেখে। 

Jan 8, 2025 - 04:50
 0  0
আ.লীগ রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যক্তিগত স্বার্থের জন্য ব্যবহার করেছিল: মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক বলেছেন, আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতাকে ত্যাগের বস্তু হিসেবে নয়, বরং ভোগের বস্তু হিসেবে বিবেচনা করেছে। কিন্তু ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতাকে ভোগের বস্তু নয়, ত্যাগের জিনিস হিসেবে দেখে। 

মঙ্গলবার রাতে ফরিদপুরের সালথা উপজেলার বড় লক্ষনদিয়ায় মাওলানা ছায়েনুদ্দিন ফাউন্ডেশন আয়োজিত ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। 

মামুনুল হক বলেন, দেশে প্রচলিত পশ্চিমা সংস্কৃতির রাজনৈতিক ব্যবস্থায়, রাজনৈতিক নেতারা তাদের স্বার্থে লক্ষ লক্ষ যুবক ছেলেকে নিয়ন্ত্রণ করে। এর ফলে যুব সমাজ ভালো কাজে নিয়োজিত হতে পারেনি এবং দেশব্যাপী বেকারত্বের হার বেড়েছে। তিনি আরও বলেন, "এখন সমাজে এমন এক ধরনের রাজনীতির প্রয়োগ দরকার, যা হবে ত্যাগের রাজনীতি, ভোগের রাজনীতি নয়। আমরা বাংলাদেশে আল্লাহর আইন বাস্তবায়ন করতে চাই, যাতে জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়। দুনিয়া ও আখেরাতে শান্তিতে থাকার একমাত্র পথ হচ্ছে আল্লাহর আইন মেনে জীবন পরিচালনা করা। তাই বাংলাদেশে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হলে আলেমদের রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার সুযোগ সৃষ্টি করতে হবে।"

ইসলামী মহাসম্মেলনে সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা রেজাউল হক বিন ছায়েনুদ্দিন। এ ছাড়া এতে উপস্থিত ছিলেন ঢালকানগর মাদ্রাসার মুহতামিম মুফতি জাফর আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ ও বায়তুলমাল সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হোসাইন, ফরিদপুর জেলা শাখার যুব মজলিসের সভাপতি মাওলানা মিজানুর রহমান, শামসুল উলুম মাদ্রাসার মুহতামিম মুফতি কামরুজ্জামান, চর কমলাপুর মাদ্রাসার মুহতামিম আল্লামা হেলালুদ্দিন, শাকপালদিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা লিয়াকত আলী, নগরকান্দা প্রেস ক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান, বাইতুলমাল সম্পাদক মোল্লা হাবিবুর রহমান, সহ-সভাপতি মুফতি মাহমুদ হাসান ফায়েক, ছাত্র মজলিসের পশ্চিম জেলা শাখার সভাপতি মোল্লা রুহুল আমিন, যুব মজলিসের মজলিসে আমেলা সদস্য হাফেজ মুহাম্মাদুল্লাহ, মাওলানা খবির উদ্দিনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow