তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫৩
চীনের তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া, আহত হয়েছেন আরও ৬২ জন। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.১।
চীনের তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া, আহত হয়েছেন আরও ৬২ জন। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.১।
স্থানীয় সময় মঙ্গলবার সকালে তিব্বতে এই ভূমিকম্পটি আঘাত হানে, যা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম নিশ্চিত করেছে।
সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল তিব্বতের রাজধানী লাসা থেকে প্রায় ৫০ মাইল পশ্চিমে। ওই এলাকার নিকটবর্তী ড্যামাকসং কাউন্টির গেদার শহরে হতাহতের ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে সিনহুয়া ৩০ জনের মৃত্যুর খবর জানিয়েছিল, তবে পরে তা সংশোধন করে ৯ জন নিহত এবং ১১ জন গুরুতর আহত হওয়ার তথ্য প্রকাশিত হয়।
ভূমিকম্পটি প্রতিবেশী দেশ নেপাল, ভারত এবং বাংলাদেশ থেকেও অনুভূত হয়েছে।
What's Your Reaction?