ইরানের প্রতিরক্ষা নীতিতে পরমাণু অস্ত্রের স্থান নেই

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক বিষয়ক উপমন্ত্রী মজিদ তাখ্ত-রাভানচি বলেছেন, ইরান পরমাণু অস্ত্র অর্জনের কোনো পরিকল্পনা নেই এবং এটি ইরানের প্রতিরক্ষা নীতির অংশও নয়।

Jan 8, 2025 - 04:37
 0  0
ইরানের প্রতিরক্ষা নীতিতে পরমাণু অস্ত্রের স্থান নেই

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক বিষয়ক উপমন্ত্রী মজিদ তাখ্ত-রাভানচি বলেছেন, ইরান পরমাণু অস্ত্র অর্জনের কোনো পরিকল্পনা নেই এবং এটি ইরানের প্রতিরক্ষা নীতির অংশও নয়।

সম্প্রতি ইতালির রেডিও র‌্যাডিকেলে এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি। খবর মেহের নিউজের। 

মজিদ তাখ্ত-রাভানচি বলেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) এর সঙ্গে ইরান তার প্রতিশ্রুতি পুরোপুরি পালন করেছে। তিনি উল্লেখ করেন, "আমরা পারমাণবিক অস্ত্রের প্রসারণ বিরোধী চুক্তির (এনপিটি) সদস্য, এবং পরমাণু অস্ত্র আমাদের প্রতিরক্ষা নীতিতে কোনোভাবেই স্থান পায় না।"

তাখ্ত-রাভানচি দাবি করেন, পরমাণু বিষয়ে ইরান তার প্রতিশ্রুতি শতভাগ পূরণ করেছে। তিনি আরও বলেন, "আইএইএ-এর অসংখ্য রিপোর্টে প্রমাণিত হয়েছে যে, ইরান তার প্রতিশ্রুতি ১০০ শতাংশ পূর্ণ করেছে।"

মজিদ তাখ্ত-রাভানচি আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 'সর্বোচ্চ চাপ' নীতির প্রতি ইঙ্গিত করে বলেন, "ট্রাম্প প্রশাসনের 'সর্বোচ্চ চাপের' নীতি বাইডেন প্রশাসনের সময়ও অব্যাহত ছিল। তবে আমাদের অবস্থান সব সময় সুস্পষ্ট এবং সঙ্গতিপূর্ণ ছিল।" 

তিনি জোর দিয়ে বলেন, "আমরা জেসিপিওএ (জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন)-এর কাঠামোর মধ্যে আলোচনার জন্য প্রস্তুত।" 

এছাড়া, তাখ্ত-রাভানচি উল্লেখ করেন, "আমেরিকা আর জেসিপিওএ-এর অংশীদার নয়।"

সিরিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি বলেন, "সিরিয়ার জনগণই সিদ্ধান্ত নিবে তাদের সরকার কেমন হবে এবং দেশটি কীভাবে পরিচালিত হবে।" 

ইসরাইলি হুমকি প্রসঙ্গে তিনি বলেন, "ইসরাইলি শাসনব্যবস্থা জানে যে, ইরানের বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসন ঘটলে তার পরিণতি কী হতে পারে।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow