‘লাল সিংহ চড্ডা’ থেকে কেন বেরিয়ে যেতে চেয়েছিলেন কারিনা?
২০২২ সালে মুক্তি পায় আমির খান এবং কারিনা কাপুর অভিনীত সিনেমা ‘লাল সিংহ চড্ডা’। এটি বক্স অফিসে সফল না হলেও, এই ছবি আমিরের ক্যারিয়ারের অন্যতম পালক। কারণ, এই সিনেমার জন্য কয়েক বছর ধরে নিজেকে প্রস্তুত করেছিলেন আমির।
২০২২ সালে মুক্তি পায় আমির খান এবং কারিনা কাপুর অভিনীত সিনেমা ‘লাল সিংহ চড্ডা’। এটি বক্স অফিসে সফল না হলেও, এই ছবি আমিরের ক্যারিয়ারের অন্যতম পালক। কারণ, এই সিনেমার জন্য কয়েক বছর ধরে নিজেকে প্রস্তুত করেছিলেন আমির।
আমিরের সঙ্গে কারিনার রসায়ন এর আগে দর্শক ‘থ্রি ইডিয়টস’ ছবিতে দেখেছিলেন। সেই মতো এই ছবিতেও নির্মাতারা আমিরের বিপরীতে কারিনাকে বেছে নেন। কিন্তু অনেকেই হয়ত জানেন না, এ রকম একটি সম্ভাবনাময়ী সিনেমা থেকে কারিনা এক সময় সরে দাঁড়াতে চেয়েছিলেন।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই প্রসঙ্গে তার সিদ্ধান্তের কথা জানিয়েছেন কারিনা। অভিনেত্রী জানান, ছবির তখন প্রায় ৬০ শতাংশ শুটিং হয়ে গিয়েছিল। এদিকে করোনা মহামারি পরিস্থিতির মধ্যেই কারিনা জানতে পারেন, তিনি সন্তানসম্ভবা। অভিনেত্রীর কথায়, আমি প্রথমে সাইফকে বিষয়টা জানাই। ও বলে আমিরের সঙ্গে কথা বলতে।
তারপর আমিরকে ফোনে বিষয়টি জানান কারিনা। অভিনেত্রী বলেন, আমি আমিরকে বলি, তুমি চাইলে আমাকে বাদ দিতে পার। কারণ, আমি একজন মা এবং এই মুহূর্তে আমি আমার দ্বিতীয় সন্তানের জন্মের অপেক্ষায় রয়েছি।
তবে এই কথা শুনে আমির কিন্তু কারিনার ওপর কোনো রকম রাগ করেননি। তিনি কারিনাকে বলেছিলেন, আমরা একসঙ্গে ছবিটা করব। আমি তোমার জন্য অপেক্ষা করব। কারিনাও আমিরের সিদ্ধান্ত শুনে খুশি হন।
What's Your Reaction?