একটি কমলার দাম ২ লাখ টাকা!
সিলেটের গোলাপগঞ্জে একটি কমলা নিলামে দুই লাখ টাকায় বিক্রি হওয়ায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
সিলেটের গোলাপগঞ্জে একটি কমলা নিলামে দুই লাখ টাকায় বিক্রি হওয়ায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
শনিবার উপজেলার পৌরসভার ৬নং ওয়ার্ডের গোঘারকুল ইসলামিয়া মহিলা মাদ্রাসায় আয়োজিত ওয়াজ মাহফিলের সময় এই কমলাটি নিলামে তোলা হয়।
জানা যায়, ওইদিন গোঘারকুল ইসলামিয়া মাদ্রাসায় ওয়াজ মাহফিলের আয়োজন করে মাদ্রাসা কর্তৃপক্ষ। মাহফিলে প্রধান বক্তা ছিলেন ভারতের আওলাদে রাসুল সায়্যিদ আছজাদ আল মাদানি (র.), যিনি ভারত থেকে আগমন করেছিলেন। মাহফিল চলাকালে এক প্রবাসী আওলাদে রাসুল সায়্যিদ আছজাদ আল মাদানীকে (র.) খাওয়ার জন্য একটি কমলা দান করেন। তখন তিনি ওই কমলাটি নিলামে তোলেন। উপস্থিত থাকা আমেরিকার নিউইয়র্কের জামিয়াতুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা হাফিজ ইয়ামিন দুই লাখ টাকা দিয়ে কমলাটি ক্রয় করেন।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রশংসার ঝড় ওঠে। অনেকেই বিষয়টি প্রশংসা করে তাদের আইডিতে পোস্ট করেছেন।
স্থানীয় বাসিন্দা মাহমুদ শিপলু শনিবার রাতে যুগান্তরকে জানান, "মাদ্রাসায় একটি কমলা নিলামে দুই লাখ টাকায় বিক্রি হয়েছে এবং এটি ক্রয় করেছেন এক প্রবাসী মাওলানা।"
What's Your Reaction?