রহমতগঞ্জের গোলবন্যায় আবাহনীও জয়ী

আগের ম্যাচে চোট পেয়ে সাত সপ্তাহের জন্য বাইরে চলে গেছেন সুমন রেজা, যা নিয়ে কিছুটা চিন্তায় ছিলেন কোচ মারুফুল হক। তবে তার চিন্তা আপাতত দূর করেছেন অন্যরা। শনিবার প্রিমিয়ার লিগে পুলিশ এফসিকে ২-০ গোলে হারিয়েছে ঢাকা আবাহনী। সুমনের পরিবর্তে নামা স্ট্রাইকার আরমান ফয়সাল একটি গোল করেন, আরেকটি গোল করেন উইঙ্গার শাহরিয়ার ইমন।

Dec 29, 2024 - 06:28
 0  3
রহমতগঞ্জের গোলবন্যায় আবাহনীও জয়ী

আগের ম্যাচে চোট পেয়ে সাত সপ্তাহের জন্য বাইরে চলে গেছেন সুমন রেজা, যা নিয়ে কিছুটা চিন্তায় ছিলেন কোচ মারুফুল হক। তবে তার চিন্তা আপাতত দূর করেছেন অন্যরা। শনিবার প্রিমিয়ার লিগে পুলিশ এফসিকে ২-০ গোলে হারিয়েছে ঢাকা আবাহনী। সুমনের পরিবর্তে নামা স্ট্রাইকার আরমান ফয়সাল একটি গোল করেন, আরেকটি গোল করেন উইঙ্গার শাহরিয়ার ইমন।

শনিবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে আবাহনী কিছুটা ধীরে খেললেও পুলিশ এফসি গোলের সুযোগ সৃষ্টি করতে পারেনি। এরপর ২৩ মিনিটে আবাহনী তার জয়ের ধারায় ফিরে আসে। মানিক মোল্লাকে কাটিয়ে রবিউল হাসান বাঁ পায়ে পাস দেন, যা বক্সে আরমান ফয়সাল চলতি বলে কোনাকুনি শটে গোল করেন। 

৮৮ মিনিটে আবাহনীর জয় নিশ্চিত করেন শাহরিয়ার ইমন। একক প্রচেষ্টায় বল নিয়ে বক্সে ঢুকে গোলকিপারকে কাটিয়ে ডান পায়ে দারুণ ফিনিশিংয়ে গোল করেন ইমন।

এছাড়া, লিগে ঢাকা আবাহনী পাঁচ ম্যাচে চারটি জয় ও একটি হারে ১২ পয়েন্ট নিয়ে গোল গড়ে তৃতীয় স্থানে রয়েছে। সমান ম্যাচে পুলিশ এফসি তিনটি হারে ছয় পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে।

এদিকে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে রহমতগঞ্জ ৬-১ গোলে ইয়ংমেন্স ফকিরেরপুলকে বিধ্বস্ত করেছে। রহমতগঞ্জের হয়ে বোয়েটেং দুটি গোল এবং তাজ উদ্দিন, নাবিব নেওয়াজ, সাব্বির হোসেন ও রাজন হাওলাদার একটি করে গোল করেছেন। রহমতগঞ্জ চতুর্থ জয়ে ১২ পয়েন্ট নিয়ে গোল গড়ে দ্বিতীয় স্থানে রয়েছে, আর ইয়ংমেন্স ফকিরেরপুল তিন পয়েন্ট নিয়ে নবম স্থানে অবস্থান করছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow