বিপিএলে খুলনা দলের নেতৃত্বে মিরাজ
আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর ১১তম আসর। উদ্বোধনী ম্যাচে ফরচুন বরিশাল মোকাবিলা করবে দুর্বার রাজশাহীর সঙ্গে। আগামীকাল চট্টগ্রাম কিংসের বিপক্ষে খেলবে খুলনা টাইগার্স। এবারের বিপিএলে তাদের নতুন অধিনায়কের পরিচয়ও দিয়েছে খুলনা টাইগার্স ফ্র্যাঞ্চাইজি।
আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর ১১তম আসর। উদ্বোধনী ম্যাচে ফরচুন বরিশাল মোকাবিলা করবে দুর্বার রাজশাহীর সঙ্গে। আগামীকাল চট্টগ্রাম কিংসের বিপক্ষে খেলবে খুলনা টাইগার্স। এবারের বিপিএলে তাদের নতুন অধিনায়কের পরিচয়ও দিয়েছে খুলনা টাইগার্স ফ্র্যাঞ্চাইজি।
খুলনা টাইগার্সের অধিনায়কত্ব করবেন মেহেদী হাসান মিরাজ। টুর্নামেন্ট শুরু হওয়ার একদিন আগে (রোববার) এক জমকালো আয়োজনে মিরাজের নাম ঘোষণা করেছে খুলনা টাইগার্স। বিপিএলের এই আসরের সবশেষ দল হিসেবে তারা তাদের অধিনায়কের নাম প্রকাশ করল।
এছাড়া, একই অনুষ্ঠানে খুলনা টাইগার্স তাদের নতুন জার্সিও উন্মোচন করেছে। সম্প্রতি, মিরাজের নেতৃত্বে বাংলাদেশ উইন্ডিজ সফরে টেস্ট সিরিজ ড্র করেছে, যদিও ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে। মিরাজ ব্যাট ও বল হাতে দলের হয়ে সেরাটা দিয়েছেন।
এবার, তার নেতৃত্বে বিপিএলে ভালো কিছু অর্জনের আশায় খুলনা টাইগার্স। জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা টাইগার্সের মালিক ইকবাল আল মাহমুদ, ম্যানেজিং ডিরেক্টর ফিরোজা বেগম এবং দলের অন্যান্য ক্রিকেটাররা।
What's Your Reaction?