বাংলাদেশে প্রবেশের চেষ্টা করতে গিয়ে ভারতীয় নাগরিক আটক

রোববার রাত ১১টার দিকে সিলেট জেলার জাফলংয়ের নতুন সংগ্রাম পুঞ্জি এলাকা থেকে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। আটক ব্যক্তি ভারতের শিলংয়ের পানিয়াসাল থানার লাপালং গ্রামের বাসিন্দা জুবেন সুটিংয়ের ছেলে ডাব্বর লাং (২৬)।

Dec 30, 2024 - 05:04
 0  1
বাংলাদেশে প্রবেশের চেষ্টা করতে গিয়ে ভারতীয় নাগরিক আটক

রোববার রাত ১১টার দিকে সিলেট জেলার জাফলংয়ের নতুন সংগ্রাম পুঞ্জি এলাকা থেকে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। আটক ব্যক্তি ভারতের শিলংয়ের পানিয়াসাল থানার লাপালং গ্রামের বাসিন্দা জুবেন সুটিংয়ের ছেলে ডাব্বর লাং (২৬)।

বিজিবি সূত্রে জানা গেছে, রোববার রাতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ সংগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২৭২/৬-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের ভেতরে নতুন সংগ্রাম পুঞ্জি এলাকায় অনুপ্রবেশের চেষ্টা করেন ডাব্বর লাং। স্থানীয়দের সহায়তায় বিওপির টহলদল তাকে আটক করে।

আটকের সত্যতা নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, "আটক ভারতীয় নাগরিকের কাছ থেকে ভারতীয় মেডিসিন অ্যাডানক ২৫ গ্রাম পাউডার উদ্ধার করা হয়েছে। অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে আটক ওই নাগরিককে উদ্ধারকৃত মেডিসিনসহ গোয়াইনঘাট থানায় হস্তান্তর করার কার্যক্রম চলছে।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow