প্রবাসীদের পাসপোর্ট বিষয়ে সুখবর দিল সরকার

দীর্ঘদিন ধরে প্রবাসীদের পাসপোর্ট সংক্রান্ত সমস্যার অবসান ঘটাতে নতুন পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। এখন থেকে প্রবাসীরা তাদের পাসপোর্ট প্রস্তুত হলে সরাসরি এসএমএসের মাধ্যমে তা জানতে পারবেন। এর ফলে পাসপোর্ট সংগ্রহের জন্য আর দূতাবাসে গিয়ে ভিড় করতে হবে না, যা প্রবাসীদের জন্য কিছুটা হলেও স্বস্তির খবর।

Jan 8, 2025 - 04:54
 0  0
প্রবাসীদের পাসপোর্ট বিষয়ে সুখবর দিল সরকার

দীর্ঘদিন ধরে প্রবাসীদের পাসপোর্ট সংক্রান্ত সমস্যার অবসান ঘটাতে নতুন পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। এখন থেকে প্রবাসীরা তাদের পাসপোর্ট প্রস্তুত হলে সরাসরি এসএমএসের মাধ্যমে তা জানতে পারবেন। এর ফলে পাসপোর্ট সংগ্রহের জন্য আর দূতাবাসে গিয়ে ভিড় করতে হবে না, যা প্রবাসীদের জন্য কিছুটা হলেও স্বস্তির খবর।

মঙ্গলবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা অফিসের উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য জানান।

তিনি বলেন, "প্রবাসীদের পাসপোর্টের সমস্যা সমাধানে শুরু থেকেই কাজ করছে অন্তর্বর্তী সরকার। নতুন এই উদ্যোগ প্রবাসীদের হয়রানি কমাতে বড় ভূমিকা রাখবে।"

এছাড়া, আবুল কালাম আরও জানান, বর্তমানে বিভিন্ন দেশের প্রবাসীদের ১ লাখ ৯৭ হাজার এমআরপি (মেশিন রিডেবল পাসপোর্ট) আবেদন পেন্ডিং অবস্থায় ছিল। তবে গত তিন সপ্তাহে এর মধ্যে ১ লাখ ৮২ হাজার ৭৪৫টি পাসপোর্ট প্রিন্ট করা হয়েছে এবং খুব শিগগিরই এগুলো সংশ্লিষ্ট দূতাবাসে পাঠানো হবে। আশা করা হচ্ছে, আগামী এক মাসের মধ্যে প্রবাসীরা তাদের পাসপোর্ট হাতে পাবেন।

এছাড়া সরকার প্রবাসীদের জন্য ই-পাসপোর্ট প্রদানের উদ্যোগ নিয়েছে, যা বর্তমানে দ্রুতগতিতে এগিয়ে চলছে। ই-পাসপোর্ট চালু হলে প্রবাসীদের পাসপোর্টসংক্রান্ত কোন সমস্যা আর থাকবে না।

এর আগে, ১১ ডিসেম্বর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল জানিয়েছিলেন, প্রথমে সৌদি আরব ও মালয়েশিয়ার প্রবাসীদের অগ্রাধিকার দেওয়া হবে। পরে অন্যান্য দেশের প্রবাসীদের চাহিদা অনুযায়ী পর্যায়ক্রমে এই সমস্যার সমাধান করা হবে।

তিনি আরও বলেন, "এত পরিমাণ এমআরপি পাসপোর্ট ছাপানো হচ্ছে যে, আগামী দুই-তিন বছরে এই সমস্যা আর থাকবে না। যারা আবেদন করেছেন, তারা তিন থেকে চার সপ্তাহের মধ্যেই পাসপোর্ট পেয়ে যাবেন।"

প্রবাসীদের পাসপোর্ট সমস্যার সমাধানে সরকারের এই পদক্ষেপ প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি বড় স্বস্তির খবর হয়ে এসেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow