৪৫ কেজি গাঁজাসম্পন্ন ৫ জন গ্রেফতার
সুনামগঞ্জে ৪৫ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বাংলাদেশ (র্যাব)। সোমবার রাতে র্যাব-৯ এর মিডিয়া সেল যুগান্তরকে এই তথ্য নিশ্চিত করেছে।
সুনামগঞ্জে ৪৫ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বাংলাদেশ (র্যাব)। সোমবার রাতে র্যাব-৯ এর মিডিয়া সেল যুগান্তরকে এই তথ্য নিশ্চিত করেছে।
গ্রেফতারকৃতরা হলেন- সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বীরগাঁও গ্রামের লেবু মিয়ার ছেলে সোয়েব মিয়া, একই উপজেলার পাগলা গ্রামের সাজলু মিয়ার ছেলে আজাদ, ছাতক উপজেলার সিংচাপইড় গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে রুয়েল আহমদ, খিদ্রাকাপন গ্রামের কিরণ মিয়ার ছেলে আলী হোসেন (অফজাল হোসেন) এবং হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নয়ানি গ্রামের মৃত আব্দুল আউয়ালের ছেলে আমির হোসেন।
র্যাব-৯ সিলেট মিডিয়া সেল জানায়, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল মাধবপুরের তেলিয়াপাড়ায় অভিযান চালিয়ে ৩৫ কেজি গাঁজাসহ সোয়েব, আজাদ, রুয়েল ও আলী হোসেন (অফজাল হোসেন)কে গ্রেফতার করে।
অপর এক অভিযানে, সোমবার সকাল সাড়ে ৮টায় মাধবপুরের তেলিয়াপাড়ায় ১০ কেজি গাঁজাসহ আমির হোসেনকে গ্রেফতার করা হয়।
What's Your Reaction?