আখের মতো চিপে পিঠ ভেঙে ফেলা হয়েছে বুমরাহর: হরভজন
বোর্ডার-গাভাস্কার ট্রফি সিরিজের শেষ ম্যাচে পরাজিত হয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের রেস থেকে ছিটকে পড়েছে ভারত। তবে ভারতীয় দলের জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয় হলো সিরিজ সেরার পুরস্কার জেতা জাসপ্রিত বুমরাহ।
বোর্ডার-গাভাস্কার ট্রফি সিরিজের শেষ ম্যাচে পরাজিত হয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের রেস থেকে ছিটকে পড়েছে ভারত। তবে ভারতীয় দলের জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয় হলো সিরিজ সেরার পুরস্কার জেতা জাসপ্রিত বুমরাহ। সিডনি টেস্টে পিঠে চোট পাওয়ার কারণে বর্তমান সময়ের সেরা এই পেসারের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে ভারতীয় টিম ম্যানেজমেন্টের কঠোর সমালোচনা করেছেন সাবেক কিংবদন্তি স্পিনার হরভজন সিং।
অস্ট্রেলিয়ায় ৫ টেস্টের ৯ ইনিংসে বোলিং করেছেন বুমরাহ, যেখানে তার ওভারসংখ্যা ছিল ১৫১.২। বোর্ডার–গাভাস্কার সিরিজে ভারতের বোলারদের মধ্যে শুধু মোহাম্মদ সিরাজই বুমরাহর চেয়ে বেশি ওভার (১৫৭.১) বোলিং করেছেন। তবে সিরাজ ১০ ইনিংসে বোলিং করেছেন, অর্থাৎ সিডনি টেস্টের চতুর্থ ইনিংসে চোট পাওয়ার আগে বুমরাহকে সর্বোচ্চ ব্যবহার করেছে ভারত। এ নিয়েই নিজের ক্ষোভ প্রকাশ করেছেন হরভজন।
ভারতের সাবেক স্পিনারের মতে, বুমরাহকে এমনভাবে ব্যবহার করা হয়েছে, যেমনভাবে আখের রস বের করা হয়। হরভজন বলেন, "যেভাবে আখ চিপে রস বের করা হয়, ঠিক তেমনি বুমরাহকে ব্যবহার করা হয়েছে। ট্রাভিস হেড এসেছে, বলটা বুমরাহকে দাও; মারনাস লাবুশেন এসেছে, বলটা বুমরাকেই দাও; স্টিভ স্মিথ এসেছে, আবারও বলটা বুমরাকেই দাও।"
হরভজন আরও বলেন, বুমরাহকে ফিট রাখতে টিম ম্যানেজমেন্টকে আরও পরিণত আচরণ করার প্রয়োজন ছিল। তিনি বলেন, "বুমরা কতটা ওভার বোলিং করবে? পরিস্থিতি এমন করে ফেলা হয়েছিল যে, শেষে তাকে পাওয়া যায়নি। যদি বুমরাহ থাকতেন, হয়তো অস্ট্রেলিয়া সিডনি টেস্টটি হারত না, এবং ৮টি উইকেটও পড়ত, কাজটা তাদের জন্য আরও কঠিন হয়ে পড়ত। তার পিঠ ভেঙে ফেলা হয়েছে। ম্যানেজমেন্টকে ঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে, কত ওভার বোলিং করানো হবে।"
What's Your Reaction?