পঞ্চগড়ে তাপমাত্রা কমেছে, বেড়েছে শীতজনিত রোগব্যাধি
উত্তরের জেলা পঞ্চগড়ে একদিন তাপমাত্রা বেড়ে আবার কমেছে। ভোরে ঝলমলে রোদ উঠলেও, হাড় কাঁপানো শীতে কাঁপছে এই জেলা। সন্ধ্যা থেকে সকাল ৯টা পর্যন্ত কনকনে শীতের কারণে আবারও দুর্ভোগে পড়েছে উত্তরাঞ্চলের এই জেলা।
উত্তরের জেলা পঞ্চগড়ে একদিন তাপমাত্রা বেড়ে আবার কমেছে। ভোরে ঝলমলে রোদ উঠলেও, হাড় কাঁপানো শীতে কাঁপছে এই জেলা। সন্ধ্যা থেকে সকাল ৯টা পর্যন্ত কনকনে শীতের কারণে আবারও দুর্ভোগে পড়েছে উত্তরাঞ্চলের এই জেলা।
মঙ্গলবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা ভোর ৬টায় একই তাপমাত্রায় রেকর্ড করা হয়। এর আগের দিন সোমবার সকাল ৯টায় তাপমাত্রা ছিল ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
হাসপাতালের তথ্য অনুযায়ী, শীতজনিত রোগ বেড়েছে। সর্দি, জ্বর, কাশি, ডায়রিয়া, নিউমোনিয়া এবং শ্বাসকষ্টসহ অন্যান্য শীতজনিত রোগের প্রকোপ বেড়েছে। শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে গত ডিসেম্বরে প্রায় সাড়ে ৪শ রোগী ডায়েরিয়া রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে সেখানে ৬৬ জন শিশুর মধ্যে বেশিরভাগই শীতজনিত রোগে আক্রান্ত।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মনোয়ার হোসেন বলেন, শীতের কারণে শিশুরা বেশি অসুস্থ হচ্ছে। তাই শিশুদের শীতে সুরক্ষা রাখতে বাবা-মায়েদের সতর্ক থাকতে হবে।
বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বেলা বাড়ার সঙ্গে রোদের তেজ বেড়েছে, তবে শীতের মাত্রা আজকে আগের দিনের চেয়ে কিছুটা বেশি। তারা জানাচ্ছেন, গতকাল গরম ছিল, তবে সন্ধ্যার পর থেকে আবারও জেঁকে বসেছে কনকনে শীত।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ জানান, আজকে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। মঙ্গলবার সকাল ৯টায় তাপমাত্রা ছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা ভোর ৬টাতেও একই তাপমাত্রায় রেকর্ড হয়েছে। তিনি আরও জানান, সোমবার সকাল ৯টায় তাপমাত্রা ছিল ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। হিমালয়ের হিম বায়ু এ অঞ্চলে সরাসরি প্রবেশ করায় মৃদু শৈত্যপ্রবাহ চলছে, তবে আকাশে মেঘের পরিমাণ কমে যাওয়ায় সকালেই সূর্যের দেখা মিলছে।
What's Your Reaction?