বিপিএলের সিলেট পর্বের টিকিট কোথায় পাওয়া যাবে
বিপিএল-এর শুরুতেই টিকিট নিয়ে বেশ সমস্যা তৈরি হয়েছে বিসিবির জন্য। টিকিটের মূল্য তালিকা ও প্রাপ্তির স্থান জানাতে দেরি হওয়ায় মিরপুর স্টেডিয়াম এলাকায় টিকিট নিয়ে বিপত্তি তৈরি হয়। টিকিটের জন্য বিক্ষোভকারীরা স্টেডিয়ামের গেটও ভেঙে ফেলেন। তবে সিলেট পর্বে এমন পরিস্থিতি তৈরি হতে না দেয়ার জন্য আগেভাগেই সিলেট পর্বের টিকিটের মূল্য তালিকা এবং প্রাপ্তির স্থান ঘোষণা করেছে বিসিবি।
বিপিএল-এর শুরুতেই টিকিট নিয়ে বেশ সমস্যা তৈরি হয়েছে বিসিবির জন্য। টিকিটের মূল্য তালিকা ও প্রাপ্তির স্থান জানাতে দেরি হওয়ায় মিরপুর স্টেডিয়াম এলাকায় টিকিট নিয়ে বিপত্তি তৈরি হয়। টিকিটের জন্য বিক্ষোভকারীরা স্টেডিয়ামের গেটও ভেঙে ফেলেন। তবে সিলেট পর্বে এমন পরিস্থিতি তৈরি হতে না দেয়ার জন্য আগেভাগেই সিলেট পর্বের টিকিটের মূল্য তালিকা এবং প্রাপ্তির স্থান ঘোষণা করেছে বিসিবি।
আগামীকাল (সোমবার) থেকে শুরু হচ্ছে বিপিএল-এর সিলেট পর্ব, যা চলবে ৬-১৩ জানুয়ারি পর্যন্ত। সিলেট পর্বে মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এই পর্বের টিকিট বিক্রি শুরু হয়েছে গতকাল (শনিবার) বিকেল থেকে, যা বিসিবি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করে নিশ্চিত করেছে। পোস্টে টিকিটমূল্য এবং প্রাপ্তির স্থানও বিস্তারিতভাবে জানানো হয়েছে।
ঢাকার মতো সিলেটের ম্যাচগুলোর জন্যও অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে। অনলাইনে টিকিট পাওয়া যাবে নির্দিষ্ট ওয়েবসাইটে, যেখানে গতকাল থেকেই বিপিএল-এর টিকিট পাওয়া যাচ্ছে। তবে সরাসরি টিকিট বিক্রি শুরু হবে আজ (রোববার) থেকে।
সিলেট শহরের তিনটি বুথ থেকে নগদ টাকায় অফলাইন টিকিট পাওয়া যাবে। সিলেট শিশু একাডেমি ও মধুমতি ব্যাংকের আম্বরখানা শাখা থেকে আজ সকাল ১০টা থেকে এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিকেল ৩টা থেকে টিকিট পাওয়া যাবে। সিলেট পর্বের টিকিটের জন্য সাতটি ক্যাটাগরিতে মূল্য নির্ধারণ করা হয়েছে। টিকিটের সর্বনিম্ন দাম ১৫০ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার টাকা।
**সিলেট পর্বের টিকিটমূল্য**
- শহীদ আবু সাঈদ স্ট্যান্ড: ১৫০ টাকা
- পশ্চিম গ্যালারি: ১৫০ টাকা
- গ্রিন হিল অ্যারিয়া: ১৫০ টাকা
- পূর্ব গ্যালারি: ২৫০ টাকা
- ক্লাব হাউজ: ৫০০ টাকা
- জিরো ওয়েস্ট জোন: ৬০০ টাকা
- গ্র্যান্ড স্ট্যান্ড: ২০০০ টাকা
**টিকিট বুথ ও প্রাপ্তির সময়**
- সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম: ৫ জানুয়ারি, বিকেল ৩টা
- সিলেট শিশু একাডেমি: ৫ জানুয়ারি, সকাল ১০টা
- মধুমতি ব্যাংক, আম্বরখানা শাখা: ৫ জানুয়ারি, সকাল ১০টা
What's Your Reaction?