কলমাকান্দায় অবৈধ বালু উত্তোলনের জন্য জরিমানা

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ওই ব্যক্তির নাম মো. খোকন (৫০)। 

Jan 5, 2025 - 06:29
 0  0
কলমাকান্দায় অবৈধ বালু উত্তোলনের জন্য জরিমানা

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ওই ব্যক্তির নাম মো. খোকন (৫০)। 

শনিবার বিকালে রংছাতি ইউনিয়নের শালিকাবাম এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলাম। 

শহিদুল ইসলাম বলেন, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কিছু লোক বালু উত্তোলন করে আসছিলেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী খোকনের বিরুদ্ধে অর্ধলক্ষ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ রক্ষায় অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলাম।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow