যুক্তরাষ্ট্রে এক বছরে গ্রেফতার হয়েছে ৭৪ হাজার অভিবাসী

যুক্তরাষ্ট্রে ২০২৩ অর্থবছরে অভিবাসীদের গ্রেফতার সংখ্যা রেকর্ড গড়েছে অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)। বিভিন্ন অপরাধের কারণে এনফোর্সমেন্ট অ্যান্ড রিমুভাল অপারেশনস (ইআরও) কর্মকর্তারা এ সময় ৭৩ হাজার ৮২২ জন অভিবাসীকে গ্রেফতার করেছেন, যা একটি নতুন রেকর্ড।

Jan 5, 2025 - 06:46
 0  0
যুক্তরাষ্ট্রে এক বছরে গ্রেফতার হয়েছে ৭৪ হাজার অভিবাসী

যুক্তরাষ্ট্রে ২০২৩ অর্থবছরে অভিবাসীদের গ্রেফতার সংখ্যা রেকর্ড গড়েছে অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)। বিভিন্ন অপরাধের কারণে এনফোর্সমেন্ট অ্যান্ড রিমুভাল অপারেশনস (ইআরও) কর্মকর্তারা এ সময় ৭৩ হাজার ৮২২ জন অভিবাসীকে গ্রেফতার করেছেন, যা একটি নতুন রেকর্ড।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দুই লাখ ৯০ হাজার ১৭৮টি অভিযোগ এবং দোষ স্বীকারের রেকর্ড পাওয়া গেছে। প্রতিটি গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে গড়ে কমপক্ষে চারটি অভিযোগ ছিল। এর মধ্যে ছিল ৩৩ হাজার ২০৯টি হামলা, ৪ হাজার ৩৯০টি যৌন অপরাধ, ৭ হাজার ৫২০টি অস্ত্র সম্পর্কিত অপরাধ, ১ হাজার ৭১৩টি হত্যার অভিযোগ এবং ১ হাজার ৬৫৫টি অপহরণের মামলা।

এছাড়া, আইসিই গত বছর ৯ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত কলোরাডো রাজ্যের ডেনভারে একটি অভিযানে ২২ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে। এসব ব্যক্তির বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ বা পূর্বে অপরাধমূলক দোষ স্বীকারের রেকর্ড রয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ১৫ জন মেক্সিকান, ২ জন এল সালভাদর নাগরিক, ২ জন হন্ডুরাসের নাগরিক এবং ১ জন করে গুয়াতেমালা, কলম্বিয়া ও ভেনিজুয়েলা নাগরিক রয়েছে।

ইআরও ডেনভারের ভারপ্রাপ্ত ফিল্ড অফিস ডিরেক্টর কেলি ওয়াকার বলেছেন, "আমরা আইন প্রয়োগ এবং আমাদের সম্প্রদায় রক্ষা করার প্রতিশ্রুতি নিয়ে কাজ করছি। কোনো বাধা আমাদের মিশন থেকে সরাতে পারবে না। আমরা সৎভাবে আইন প্রয়োগ করব এবং প্রতিটি সুযোগে ন্যায্যতা ও জবাবদিহিতা নিশ্চিত করব।"

আইসিই অভিবাসন আইন লঙ্ঘনকারী এবং জাতীয় ও জন নিরাপত্তার জন্য হুমকি হয়ে ওঠা ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রতিশ্রুতিবদ্ধ, এবং এই অভিযানগুলোর মাধ্যমে তাদের আইনের প্রতি অবিচল প্রতিশ্রুতি প্রদর্শিত হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow