মার্কিন কংগ্রেস ট্রাম্পকে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হিসেবে স্বীকৃতি দিল

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে তাকে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে মার্কিন কংগ্রেস। 

Jan 7, 2025 - 05:35
 0  1
মার্কিন কংগ্রেস ট্রাম্পকে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হিসেবে স্বীকৃতি দিল

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে তাকে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে মার্কিন কংগ্রেস। 

সোমবার সকালে কংগ্রেস অধিবেশন শুরু হওয়ার পর আইনপ্রণেতারা এ অনুমোদন দেন। 

কংগ্রেসের এই স্বীকৃতির ফলে ট্রাম্প এবং তার দল রিপাবলিকান পার্টি সরকার গঠনের জন্য আনুষ্ঠানিকভাবে অনুমোদন পেল। ৫ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি তিনি প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন। 

সরকার গঠনের আগে ট্রাম্প বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছেন, এর মধ্যে অন্যতম যুক্তরাষ্ট্র–মেক্সিকো সীমান্ত বন্ধ করা এবং ২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে হামলার ঘটনায় অভিযুক্তদের ক্ষমা করা। 

২০২০ সালের নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার চেষ্টা হিসেবে, নির্বাচনে পরাজিত প্রার্থী ও তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে সশস্ত্র হামলা চালান। এতে অনেককে কারাদণ্ড দেয় যুক্তরাষ্ট্রের আদালত। তবে, চার বছর আগে কংগ্রেস ভবনে হামলা হলেও এবার শান্তিপূর্ণভাবে ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিল মার্কিন কংগ্রেস।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow