সিরাজদিখানে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ব্যাটারিচালিত অটোরিকশা এবং মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষে মো. এনামূল হক (১৯) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ব্যাটারিচালিত অটোরিকশা এবং মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষে মো. এনামূল হক (১৯) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।
মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের মোস্তফাগঞ্জ মাদ্রাসা ব্রিজের ঢাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত এনামূল হক উপজেলার ইছাপুরা গ্রামের কৃষক মিন্টুর ছেলে এবং সিরাজদিখান সরকারি কুঞ্জ বিহারী ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ব্যবসা বিভাগের ছাত্র ছিলেন। গুরুতর আহত আরেক মোটরসাইকেল আরোহী মো. বিল্লাল (১৭) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও নিহতের সহপাঠী রিফাত হাওলাদার জানায়, এনামূল হক ও তার দুই বন্ধু একই মোটরসাইকেলে করে ইছাপুরা যাচ্ছিল। পথে তারা মোস্তফাগঞ্জ মাদ্রাসা ব্রিজের পর একটি গাড়ির গ্যারেজের সামনে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলের দুই আরোহী সড়কের ওপর ছিটকে পড়ে এবং তারা গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে এনামূল হক মারা যান। আহত বিল্লালের অবস্থা এখনও সংকটাপন্ন বলে জানা গেছে।
সিরাজদিখান থানার ওসি খন্দকার হাফিজুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।
What's Your Reaction?