প্রাণ হারালেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি

বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি, জাপানের তোমিকো ইতুকা, ১১৬ বছর বয়সে মারা গেছেন। তিনি ৩১ ডিসেম্বর, ২০২৩, জাপানের আশিয়া শহরের একটি নার্সিং হোমে মৃত্যুবরণ করেন। 

Jan 5, 2025 - 05:03
 0  0
প্রাণ হারালেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি
তোমিকো ইতুকা। ছবি: সংগৃহীত

বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি, জাপানের তোমিকো ইতুকা, ১১৬ বছর বয়সে মারা গেছেন। তিনি ৩১ ডিসেম্বর, ২০২৩, জাপানের আশিয়া শহরের একটি নার্সিং হোমে মৃত্যুবরণ করেন। 

বিবিসি-র প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের আগস্টে ১১৭ বছর বয়সে স্পেনের মারিয়া ব্রানিয়াস মোরেরা মারা যাওয়ার পর, তোমিকো ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি। 

শহরের মেয়র রিয়োসুক তাকাশিমা এক বিবৃতিতে জানান, গত ২৯ ডিসেম্বর রোববার মৃত্যুবরণ করেন তোমিকো। তিনি বলেন, "তোমিকো ইতুকা আমাদের দীর্ঘ জীবনে অনেক আশা এবং সাহস দিয়েছেন। আমরা তার অবদান চিরকাল মনে রাখব।"

তোমিকো ইতুকা ১৯০৮ সালের মে মাসে জন্মগ্রহণ করেন, যা প্রথম বিশ্বযুদ্ধের ৬ বছর আগে। ২০২৪ সালের সেপ্টেম্বরে, প্রবীণ দিবস উপলক্ষে তাকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের পক্ষ থেকে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে সার্টিফিকেট দেওয়া হয়। এই দিনটি জাপানে সরকারি ছুটি হিসেবে উদযাপিত হয়, যা বয়স্ক নাগরিকদের সম্মান জানাতে পালন করা হয়। 

ইতুকা তার জীবনে ভালো ভলিবল খেলতেন এবং ৩ হাজার ৬৭ মিটার উঁচু মাউন্ট ওন্টেকে দু’বার আরোহণ করেন। তিনি ২০ বছর বয়সে বিয়ে করেছিলেন এবং গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, তার দুই মেয়ে এবং দুই ছেলে ছিল। 

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, তার স্বামীর টেক্সটাইল কারখানার অফিসের কাজ দেখভাল করতেন। ১৯৭৯ সালে তার স্বামী মৃত্যুবরণ করার পর তিনি নারা শহরে একা বসবাস শুরু করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow