দূরত্ব কাটিয়ে এক হচ্ছেন রাজ-মিম!
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম এবং অভিনেতা শরিফুল রাজের জুটি বহুদিন ধরেই শোবিজের আলোচনায়। ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা *পরান*-এ একসঙ্গে কাজ করার পর থেকে তাদের মধ্যে এক ধরনের সখ্য গড়ে ওঠে, যা সবার নজর কেড়েছিল। পরে তারা আবার *দামাল* সিনেমায়ও একসঙ্গে কাজ করেন, তবে সেটি তেমন সাফল্য পায়নি।
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম এবং অভিনেতা শরিফুল রাজের জুটি বহুদিন ধরেই শোবিজের আলোচনায়। ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা *পরান*-এ একসঙ্গে কাজ করার পর থেকে তাদের মধ্যে এক ধরনের সখ্য গড়ে ওঠে, যা সবার নজর কেড়েছিল। পরে তারা আবার *দামাল* সিনেমায়ও একসঙ্গে কাজ করেন, তবে সেটি তেমন সাফল্য পায়নি।
এই দুই সিনেমায় জুটি বেঁধে কাজ করার পর মিম ও রাজের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। সিনেমার প্রচার এবং বিভিন্ন শোবিজ অনুষ্ঠানে একসঙ্গে তাদের দেখা যেত। কিন্তু তাদের এই ঘনিষ্ঠতা অনেকের কাছে অস্বাভাবিক মনে হয়। বিশেষ করে রাজের তৎকালীন স্ত্রী পরীমনি এতে বিরূপ প্রতিক্রিয়া জানান এবং মিম-রাজের সম্পর্ক নিয়ে তীব্র মন্তব্য করেন। এর পরেই রাজ ও পরীমনির সম্পর্কের অবনতির দিকে চলে যায়, এবং তারা বিচ্ছেদ নেন।
বিচ্ছেদের পর, মিম ও রাজের মধ্যে দূরত্ব সৃষ্টি হয় এবং দীর্ঘদিন তাদের একসঙ্গে কোথাও দেখা যায়নি। তবে সম্প্রতি গুঞ্জন উঠেছে, যে তারা আবার একসঙ্গে কাজ করতে যাচ্ছেন। মিডিয়াতে প্রচারিত খবর অনুযায়ী, তারা *দানব* নামক একটি সিনেমায় একসঙ্গে কাজ করবেন। সিনেমাটি আগামী বছরের মাঝামাঝিতে শুটিং শুরু হবে বলে জানা গেছে। সিনেমার শুটিং বাংলাদেশ ও থাইল্যান্ডে হবে। এর পরিচালনা করবেন অনন্য মামুন।
তবে, এ বিষয়ে সংশ্লিষ্ট কেউ কোনো আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হননি এবং সিনেমাটি নিয়ে এখনো কোনো সরকারি ঘোষণা আসেনি। তবে বিভিন্ন সূত্রে জানা গেছে, আগামী ঈদকে লক্ষ্য করে সিনেমার কাজ এগিয়ে নেয়া হচ্ছে।
এছাড়া, মিমের নতুন সিনেমা *দিগন্তে ফুলের আগুন* মুক্তির অপেক্ষায় রয়েছে এবং *আমি ইয়াসমিন বলছি* সিনেমার কাজও শুরু হতে যাচ্ছে। অপরদিকে, রাজের *কবি* নামক সিনেমাও মুক্তির অপেক্ষায় রয়েছে।
What's Your Reaction?