টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক গ্রেফতার

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ২ লাখ ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ২ বিজিবি ব্যাটালিয়ন। এ সময় মিয়ানমারের মংডু জেলার মৃত ছালেহ আহমদের ছেলে আব্দুর শুক্কুর (২১) নামক এক ব্যক্তিকে আটক করা হয়।

Jan 5, 2025 - 05:16
 0  0
টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক গ্রেফতার

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ২ লাখ ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ২ বিজিবি ব্যাটালিয়ন। এ সময় মিয়ানমারের মংডু জেলার মৃত ছালেহ আহমদের ছেলে আব্দুর শুক্কুর (২১) নামক এক ব্যক্তিকে আটক করা হয়।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মিয়ানমার থেকে একটি বড় মাদক চালান হ্নীলার নাফ নদীর জেলে পাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে, এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির চোরাচালান প্রতিরোধ টহল দল কৌশলে অবস্থান নেয়। 

এরপর দুইজন ব্যক্তি নাফ নদী সাঁতরে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে জেলেপাড়া এলাকা দিকে আসতে দেখা যায়। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় টহল দল তাদের চ্যালেঞ্জ করে। তখন তারা বহনকৃত বস্তাগুলো ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিজিবি এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়।

অপর ব্যক্তি রাতের অন্ধকারে দ্রুত দৌড়ে পার্শ্ববর্তী গ্রামে পালিয়ে যায়। পরে সেখানে তল্লাশি চালিয়ে দুইটি প্লাস্টিকের বস্তায় ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃত ব্যক্তি জানায়, সে দীর্ঘদিন ধরে মিয়ানমার থেকে ইয়াবা ট্যাবলেট বাংলাদেশে পাচার করে আসছিল। আটককৃতকে ইয়াবা ট্যাবলেটসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow