হঠাৎ সীমান্তে অনুপ্রবেশ নিয়ে কেন সোচ্চার মমতা, বিজেপি কী বলছে?

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, মালদহে বিএসএফের সঙ্গে পুলিশ সমন্বয় করে সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) কলকাতায় এক প্রশাসনিক বৈঠকে তিনি এই মন্তব্য করেন।

Jan 5, 2025 - 05:27
 0  0
হঠাৎ সীমান্তে অনুপ্রবেশ নিয়ে কেন সোচ্চার মমতা, বিজেপি কী বলছে?

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, মালদহে বিএসএফের সঙ্গে পুলিশ সমন্বয় করে সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) কলকাতায় এক প্রশাসনিক বৈঠকে তিনি এই মন্তব্য করেন।

ডয়চে ভেলের প্রতিবেদনে জানানো হয়, ওই বৈঠকে রাজ্যের মন্ত্রী, পুলিশ এবং প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মমতা বৈঠকে বলেন, "মালদহে বিএসএফ এবং পুলিশ একযোগে কাজ করে সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছে।" এরপর তিনি নিজের বক্তব্য সংশোধন করে বলেন, "এটি পুলিশ নয়, বিএসএফ অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছে। ইসলামপুর, সিতাই, চোপড়া দিয়ে এই অনুপ্রবেশ ঘটছে, এবং পুলিশ কিছু বলছে না, তারা সমঝোতা করছে।"

মমতা আরও দাবি করেন, "বাংলাকে বদনাম করার জন্য কেন্দ্র বিএসএফকে ব্যবহার করছে। এটা কেন্দ্রের একটি পরিকল্পনা। সীমান্ত দিয়ে গুণ্ডারা পাঠানো হচ্ছে, যারা খুন করার জন্য আসছে। আমি বলব, যদি আমার রাজ্যে জঙ্গি হামলা মদদ দেওয়া হয়, তবে তার বিরুদ্ধে প্রতিবাদ করতেই হবে।"

রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ বৈঠকে অভিযোগ করেন, "দিল্লি পুলিশ এসে পরিযায়ী শ্রমিকদের বাড়িতে গিয়ে খোঁজ-খবর নিয়েছে।" এর পর মমতা বলেন, "দিল্লি পুলিশ কেন রাজ্যে এসেছিল? তারা কি রাজ্য পুলিশের অনুমতি নিয়েছিল? অনুমতি ছাড়া অন্য রাজ্য থেকে পুলিশ এসে আমাদের রাজ্যে যা খুশি তা করতে পারে কীভাবে? পুলিশ সুপার কেন রাজ্য পুলিশের ডিজিকে জানায়নি?"

পুলিশ সূত্রে জানা যায়, নিয়ম অনুযায়ী, অন্য রাজ্য থেকে পুলিশ এসে কাজ করতে হলে, রাজ্য পুলিশকে আগে থেকে জানানো হয়। সেই নিয়ম অনুসারে পুলিশ সাধারণত কাজ করে।

মমতার বক্তব্যের প্রতিক্রিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সংবাদ সম্মেলনে বলেন, "ভারত ও বাংলাদেশের সীমান্তে যাতায়াত নিয়মমাফিক হচ্ছে। যারা নিয়ম মানছে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সীমান্তে নিরাপত্তারক্ষী ও সেনাদের কাজই হলো আইন রক্ষা করা।" এছাড়া তিনি ভুয়া পাসপোর্ট প্রসঙ্গে বলেন, "ভারতীয় পাসপোর্ট শুধুমাত্র ভারতীয় নাগরিকদের জন্য। যদি এর কোনও বিচ্যুতি ঘটে, তবে কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে, ভবিষ্যতেও নেবে।"

বিজেপি নেতা সৌরভ শিকদার মমতার বক্তব্যের সমালোচনা করে বলেন, "কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, পশ্চিমবঙ্গ বহুদিন ধরে জঙ্গিদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। সীমান্ত পেরিয়ে তারা আসে, তৃণমূলের পঞ্চায়েত কিংবা অন্যদের সাহায্যে পরিচয়পত্র বা পাসপোর্ট পাওয়া যায়। মুখ্যমন্ত্রী তার ব্যর্থতা ঢাকতে বিএসএফ ও পুলিশের দিকে আঙুল তুলছেন।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow