বিপিএল নিয়ে অনিশ্চয়তার মাঝে ‘বুড়োদের লিগে’ সাকিবের অংশগ্রহণ

রাত পেরোলেই মাঠে গড়াবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অন্যতম জনপ্রিয় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। যেখানে চিটাগাং কিংসের হয়ে মাঠে নামার কথা ছিল বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের।

Dec 29, 2024 - 05:10
 0  0
বিপিএল নিয়ে অনিশ্চয়তার মাঝে ‘বুড়োদের লিগে’ সাকিবের অংশগ্রহণ

রাত পেরোলেই মাঠে গড়াবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অন্যতম জনপ্রিয় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। যেখানে চিটাগাং কিংসের হয়ে মাঠে নামার কথা ছিল বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের। তবে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের কারণে এখন তার বিপিএলে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই পরিস্থিতি বুঝতে পেরে, সাকিব নিজেকে সাবেক ক্রিকেটারদের জন্য আয়োজিত লিজেন্ডস ক্রিকেট ট্রফি (এলসিটি) আসরে নাম লেখিয়েছেন।

ফেসবুক পেজে দলটি নিশ্চিত করেছে যে, সাকিব এবার দুবাই জায়ান্টস দলের অংশ হচ্ছেন। সাবেক ক্রিকেটারদের নিয়ে এই লিগে সাকিবের যোগদান আরও একটি বিষয় স্পষ্ট করেছে, আর তা হলো, সাকিব হয়তো মনে করছেন তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার শেষ হতে যাচ্ছে।

সাকিবের দল গত আসরের চ্যাম্পিয়ন ছিল, এবং সে দলে শ্রীলঙ্কার সাবেক অলরাউন্ডার থিসারা পেরেরাসহ হরভজন সিং, স্যামুয়েল বদ্রি সহ আরও অনেক তারকা খেলেছেন। যদিও এলসিটি আসরের সূচি এখনো চূড়ান্ত হয়নি, তবে বিপিএলের শেষ দিকে এই আসর শুরু হওয়ার কথা রয়েছে।

উল্লেখযোগ্য যে, আগামীকাল (সোমবার) শুরু হচ্ছে ২০২৫ সালের বিপিএল। এই আসর চলবে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে সাকিবের বিপিএলে খেলা নিয়ে যে অনিশ্চয়তা দেখা দিয়েছে, তা নিয়ে চিটাগাং কিংস স্পষ্ট কোনো তথ্য দেয়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow