নতুন বাংলাদেশ গড়তে কী কী করণীয়, জানালেন শামা ওবায়েদ

গত ৫ আগস্ট স্বৈরাচারী সরকারের পতনের পর থেকে সবচেয়ে বেশি উচ্চারিত দাবিটি হচ্ছে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা। সে নতুন বাংলাদেশ গড়তে হলে সকলের করণীয় কি, তা জানিয়ে দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা শামা ওবায়েদ।

Jan 7, 2025 - 05:14
 0  1
নতুন বাংলাদেশ গড়তে কী কী করণীয়, জানালেন শামা ওবায়েদ

গত ৫ আগস্ট স্বৈরাচারী সরকারের পতনের পর থেকে সবচেয়ে বেশি উচ্চারিত দাবিটি হচ্ছে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা। সে নতুন বাংলাদেশ গড়তে হলে সকলের করণীয় কি, তা জানিয়ে দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা শামা ওবায়েদ।

সোমবার (৬ জানুয়ারি) বিকালে ফরিদপুরের নগরকান্দায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামা ওবায়েদ ইসলাম রিংকু। সেখানে তিনি তার বক্তব্যে বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে, সারা দেশের রাজনৈতিক দলগুলোকে একত্রিত করতে হবে এবং অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, 'এই দেশে সবচেয়ে বেশি ষড়যন্ত্রের শিকার হয়েছে জিয়া পরিবার। শেখ হাসিনা মানুষের রক্তের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিলেন, কিন্তু তিনি তা করতে পারেননি।' 

শামা ওবায়েদ জানান, ‘যারা ষড়যন্ত্র করেছে, তারা সফল হয়নি। কারণ, ষড়যন্ত্র করে বেশিদিন টিকে থাকা যায় না। যারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, তারা শেষ পর্যন্ত দেশ ছেড়ে পালিয়েছে। ফ্যাসিবাদী শেখ হাসিনা, খুনি শেখ হাসিনা মানুষের রক্তের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তারা সফল হতে পারেনি। জনগণের ধাওয়া খেয়ে শেখ হাসিনা এবং তার দোসররা প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালিয়েছে।’

তিনি আরও বলেন, 'যারা বাংলাদেশের মাটি রক্তাক্ত করেছে, অরাজকতা সৃষ্টি করেছে, সাধারণ মানুষদের হত্যা করেছে, ব্যাংকের টাকা এবং দেশের সম্পদ লুট করেছে, এবং জনগণের ভোটাধিকার হরণ করেছে, তাদের বিচার এই দেশের মাটিতেই হবে।'

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow