নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে ট্রাম্পকে হারাতে পারতাম, দাবি বাইডেনের

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিশ্বাস করেন, যদি তিনি ২০২৪ সালের ৫ নভেম্বরের নির্বাচনে অংশ নিতেন, তাহলে তিনি ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করতে পারতেন এবং পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারতেন। সম্প্রতি *ইউএসএ টুডে*কে দেওয়া একটি সাক্ষাৎকারে বিদায়ী এই প্রেসিডেন্ট এই মন্তব্য করেন।

Jan 9, 2025 - 05:15
 0  0
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে ট্রাম্পকে হারাতে পারতাম, দাবি বাইডেনের
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিশ্বাস করেন, যদি তিনি ২০২৪ সালের ৫ নভেম্বরের নির্বাচনে অংশ নিতেন, তাহলে তিনি ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করতে পারতেন এবং পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারতেন। সম্প্রতি *ইউএসএ টুডে*কে দেওয়া একটি সাক্ষাৎকারে বিদায়ী এই প্রেসিডেন্ট এই মন্তব্য করেন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম *বিবিসি* এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

তবে বাইডেন তার সাক্ষাৎকারে এও জানিয়েছেন, প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হলে তিনি আরও চার বছরের জন্য এই পদে দায়িত্ব পালন করতে পারবেন কিনা, সে ব্যাপারে তিনি নিশ্চিত নন। ৮২ বছর বয়সী বাইডেন বলেন, “এখন পর্যন্ত তো ভালো আছি, কিন্তু ৮৬ বছর বয়সে আমি কেমন থাকব, তা কে জানে?”

এই দীর্ঘ সাক্ষাৎকারে বাইডেন আরও বলেন, সাবেক রিপাবলিকান কংগ্রেসওম্যান লিজ চেনি এবং সাবেক সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা ড. অ্যান্টনি ফাউসি সহ ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যাদের অবস্থান ছিল, তাদের ক্ষমার বিষয়টি তিনি বিবেচনা করছেন। 

বাইডেন বলেন, “নভেম্বরের নির্বাচনের পরপরই ট্রাম্পের সঙ্গে ওভাল অফিসে বৈঠক করার সময় আমি স্পষ্টভাবে ক্ষমার বিষয়ে কথা বলেছিলাম।” 

বিবিসি জানায়, *ইউএসএ টুডে*-তে দেওয়া এই সাক্ষাৎকারটি বাইডেনের একমাত্র বিদায়ী সাক্ষাৎকার হিসেবে গণ্য হবে, যা প্রিন্ট প্রকাশনায় প্রকাশিত হয়েছে। মূলত, হোয়াইট হাউসের কঠোর মিডিয়া অ্যাক্সেস নিয়ন্ত্রণের কারণে বাইডেন আর কোনো সংবাদ সম্মেলন করেননি, এবং গত বছরের ২১ জুলাই থেকে তার কোনো প্রকাশ্য সাক্ষাৎকারও ছিল না। অনেকের মতে, এ সময়েই বাইডেন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে পিছিয়ে পড়েন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow