বনি কখনোই আমার প্রেমিক ছিল না, তার সঙ্গে আর সিনেমা করব না: ঋত্বিকা
ঘটনাটি ২০১৪ সালের, যখন টালিউড সিনেমা *‘বরবাদ’* তে একসঙ্গে জুটি বাঁধেন অভিনেতা বনি সেনগুপ্ত ও অভিনেত্রী ঋত্বিকা সেন। এরপর তারা *‘লাভ স্টোরি’* সিনেমাতেও একসঙ্গে কাজ করেন, এবং সেই সিনেমার পর থেকেই এই জুটির রসায়ন দর্শকদের মধ্যে ব্যাপক প্রশংসা পায়। তবে সম্প্রতি শোনা যাচ্ছে, অভিনেত্রী ঋত্বিকা আর বনির সঙ্গে কোনো সিনেমায় কাজ করবেন না।
ঘটনাটি ২০১৪ সালের, যখন টালিউড সিনেমা *‘বরবাদ’* তে একসঙ্গে জুটি বাঁধেন অভিনেতা বনি সেনগুপ্ত ও অভিনেত্রী ঋত্বিকা সেন। এরপর তারা *‘লাভ স্টোরি’* সিনেমাতেও একসঙ্গে কাজ করেন, এবং সেই সিনেমার পর থেকেই এই জুটির রসায়ন দর্শকদের মধ্যে ব্যাপক প্রশংসা পায়। তবে সম্প্রতি শোনা যাচ্ছে, অভিনেত্রী ঋত্বিকা আর বনির সঙ্গে কোনো সিনেমায় কাজ করবেন না।
অনেকে ধারণা করেছেন, *‘লাভ স্টোরি’* সিনেমায় একসাথে কাজ করার সময়ই এই দুই তারকার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। তবে, সম্প্রতি একটি গণমাধ্যমে এ বিষয়ে মুখ খুলেছেন ঋত্বিকা।
তিনি বলেছেন, “বনির সঙ্গে প্রেম নিয়ে যা রটানো হচ্ছে, তা পুরোপুরি কুরুচিকর। কখনোই বনির সঙ্গে আমার কোনো প্রেম ছিল না। এসব একেবারে মিথ্যা, আর কে বা কারা এটা রটিয়েছে, তা নিয়ে কিছু বলতে চাই না। আমার পারিবারিক শিক্ষা এমন নয় যে, আমি কারও নাম নিয়ে সাক্ষাৎকারে উল্টোপাল্টা কিছু বলব।”
ঋত্বিকা আরও জানান, “অনেকদিন ধরে এসব মিথ্যাচার দেখে এসেছি, এবং পূর্বে কিছু বলিনি। কিন্তু এবার আর চুপ থাকা সম্ভব হচ্ছে না। বনি কখনোই আমার প্রেমিক ছিল না, এবং আমি আর তার সঙ্গে কোনো সিনেমায় কাজ করতে চাই না।”
উল্লেখ্য, ঋত্বিকা সেন শিশুশিল্পী হিসেবে অভিনয় জীবন শুরু করেছিলেন। ২০১২ সালে *‘হান্ড্রেড পারসেন্ট লাভ’* সিনেমার মাধ্যমে তার সিনেমা জগতে প্রবেশ, এরপর *‘চ্যালেঞ্জ টু’*, *‘বরবাদ’*, *‘আর্শিনগর’*সহ একাধিক সিনেমায় তিনি অভিনয় করেছেন। বাংলার পাশাপাশি, দক্ষিণী সিনেমাতেও তাকে দেখা গেছে।
What's Your Reaction?