সাকিব বোলিং পরীক্ষায় ফেল, বিষয়টি 'খুবই চমকপ্রদ
সাকিব আল হাসান এখন হয়তো নিজেকে প্রশ্ন করছেন, ‘কেন সেই সময়ে কাউন্টির ম্যাচে খেলতে গিয়েছিলাম!’ ওই ম্যাচে ছোটখাটো এক চোট পেয়ে ফিরে আসেন সাকিব, যা তিনি গোপন রেখেছিলেন এবং পরে ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টে খেলেও বিপাকেই পড়েন। এর কিছুদিন পরই জানা যায়, তার বোলিং অ্যাকশন নিষিদ্ধ হয়ে গেছে।
সাকিব আল হাসান এখন হয়তো নিজেকে প্রশ্ন করছেন, ‘কেন সেই সময়ে কাউন্টির ম্যাচে খেলতে গিয়েছিলাম!’ ওই ম্যাচে ছোটখাটো এক চোট পেয়ে ফিরে আসেন সাকিব, যা তিনি গোপন রেখেছিলেন এবং পরে ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টে খেলেও বিপাকেই পড়েন। এর কিছুদিন পরই জানা যায়, তার বোলিং অ্যাকশন নিষিদ্ধ হয়ে গেছে।
আজও সেই নিষেধাজ্ঞা কাটিয়ে উঠতে পারেননি তিনি। লন্ডনে একবার বোলিং পরীক্ষা দিলেও উত্তীর্ণ হতে পারেননি, এরপর চেন্নাইতে আরেকটি পরীক্ষা দিয়ে সেখানেও ফেল করেছেন সাকিব। এতে তার চ্যাম্পিয়ন্স লিগ খেলার সম্ভাবনা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা।
সাকিবের ক্রিকেট মাঠে ফিরে আসার বিষয়টি এখন একেবারে শঙ্কিত। সরকারের সঙ্গে তার সম্পর্ক এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের এমপি হওয়ার পর, তাকে নিয়ে জনমনে ক্ষোভ তৈরি হয়েছে। এ কারণে তার বিদায়ী টেস্টও দেশের মাটিতে খেলা হয়ে ওঠেনি। এরপর থেকেই সাকিব দলে অনুপস্থিত, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দল খেলেছে তার ছাড়া।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার খেলা নিয়ে ধোঁয়াশা আরও বেড়েছে। সাকিবের খেলা বা না খেলা এখন বিসিবির হাতে নয়, তা আকারে-ইঙ্গিতে জানিয়ে দিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এর মধ্যেই খবর এসেছে, সাকিব আবারও চেন্নাইতে তার বোলিং পরীক্ষায় ফেল করেছেন।
এই বিষয়টি জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর কাছে একটি বড় ধাক্কা হয়ে এসেছে। তিনি বলেন, ‘সাকিবের বিষয়ে এখন পর্যন্ত কোনো নির্দেশনা পাওয়া যায়নি। প্রথম পরীক্ষা দিয়ে তিনি উত্তীর্ণ হতে পারেননি, এটা খুবই চমকপ্রদ। আমাকে নিশ্চিত হতে হবে, তিনি ব্যক্তিগতভাবে আরেকটি পরীক্ষায় অংশ নিয়েছেন কি না… এটা একটু খোঁজ নিয়ে জানবো।’
বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠা ক্রিকেট বিশ্বে বড় ব্যাপার হলেও, সাকিবের জন্য এটি তুলনামূলক ছোট সমস্যা। আসল সমস্যা হলো খেলার অনুমতি পাওয়া, যা এখনও অজানা। লিপু বলেছেন, ‘আমরা নির্বাচকরা বোর্ডের কাছে জানতে চেয়েছি, তিনি কি আমাদের জন্য আবার প্রস্তুত আছেন? কিন্তু এখনও পুরোপুরি নিশ্চিত জবাব পাইনি, কিছু আংশিক জবাব পেয়েছি।’
লিপু আরও বলেন, ‘নির্বাচক কমিটি সাকিবের জন্য অপেক্ষা করবে। যেহেতু শোনা যাচ্ছে, তিনি আবার একটি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, তাই সেই ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে। প্রতিটি মিনিটই গুরুত্বপূর্ণ, আশা করছি খুব শিগগিরই বিষয়গুলো স্পষ্ট হয়ে যাবে।’
What's Your Reaction?