লিভারপুল কিনছেন ইলন মাস্ক?
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের পর এবার ক্রীড়াঙ্গনেও আগ্রহ দেখিয়েছেন বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ইলন মাস্ক। তিনি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুল কেনার ইচ্ছা প্রকাশ করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের পর এবার ক্রীড়াঙ্গনেও আগ্রহ দেখিয়েছেন বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ইলন মাস্ক। তিনি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুল কেনার ইচ্ছা প্রকাশ করেছেন।
টাইমস রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে ইলনের বাবা, এরল মাস্ক জানান, "ইলন লিভারপুল কিনতে আগ্রহী," তবে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কিছুটা অস্পষ্টভাবে বলেন, "এটা নিয়ে মন্তব্য করতে পারব না, কারণ এতে দাম বেড়ে যেতে পারে।"
এরল মাস্ক আরও বলেন, ইংল্যান্ডের লিভারপুল শহরের সাথে মাস্ক পরিবারের একটি পারিবারিক সম্পর্ক রয়েছে, আর এই কারণেই ইলন লিভারপুল ক্লাবটি কেনার দিকে আগ্রহী।
২০০৭ সালে যুক্তরাষ্ট্রের ফেনওয়ে স্পোর্টস গ্রুপ লিভারপুল কিনে নেয়। তবে ফেনওয়ের মুখপাত্র ইলন মাস্কের লিভারপুল কেনার বিষয়টিকে শুধু একটি গুঞ্জন বলে দাবি করেছেন, এবং এর কোনো সত্যতা নেই বলে জানিয়েছেন।
ফেনওয়ের অধীনে লিভারপুল ক্লাবটি পুনরায় তার সাফল্যের ধারায় ফিরে এসেছে। ৩০ বছর পর ২০১৯-২০ মৌসুমে ইংল্যান্ডের শীর্ষ লিগ, প্রিমিয়ার লিগ জয়ী হয় তারা, এবং ২০১৮-১৯ মৌসুমে চ্যাম্পিয়নস লিগও জিতেছিল। বর্তমানে তারা আবারও লিগ শিরোপার দৌড়ে রয়েছে, এবং ১৯ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলে শীর্ষে রয়েছে লিভারপুল।
What's Your Reaction?