চীনা পররাষ্ট্র মন্ত্রীর সফরের মাঝেই চাদে প্রেসিডেন্ট ভবনে হামলা, নিহত ১৯
মধ্য আফ্রিকার দেশ চাদের রাজধানী এনজামেনায় প্রেসিডেন্ট কার্যালয়ে হামলায় ১৮ সন্ত্রাসীসহ অন্তত ১৯ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় প্রেসিডেন্ট কার্যালয়ে এই হামলা হয়, যা নিয়ে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।
মধ্য আফ্রিকার দেশ চাদের রাজধানী এনজামেনায় প্রেসিডেন্ট কার্যালয়ে হামলায় ১৮ সন্ত্রাসীসহ অন্তত ১৯ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় প্রেসিডেন্ট কার্যালয়ে এই হামলা হয়, যা নিয়ে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।
চাদ সরকারের বরাত দিয়ে আলজাজিরা এ তথ্য জানায়। এর আগে, এনজামেনায় প্রেসিডেন্ট কার্যালয়ের কাছেই গুলি চালানোর খবরও দেয় চাদের একটি সংবাদমাধ্যম।
এই হামলা এমন এক সময়ে ঘটল যখন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই চাদ সফরে রয়েছেন। গোলাগুলির কয়েক ঘণ্টা আগেই ওয়াং ই চাদের প্রেসিডেন্ট মহামত ইদ্রিস ডেবি ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছিলেন।
চাদের পররাষ্ট্রমন্ত্রী এবং সরকারের মুখপাত্র আবদেরামান কৌলামুল্লাহ বলেন, হামলায় ১৮ জন সন্ত্রাসী নিহত এবং ৬ জন আহত হয়েছেন। এছাড়া, নিরাপত্তাবাহিনীর এক সদস্য নিহত এবং তিনজন আহত হয়েছেন, তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
গোলাগুলির কয়েক ঘণ্টা পর কৌলামুল্লাহকে সেনাবেষ্টিত অবস্থায় ভিডিওতে দেখা যায়, যেখানে তিনি বন্দুক হাতে উপস্থিত ছিলেন। তিনি বলেন, "পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে... অস্থিতিশীলতার চেষ্টা ব্যর্থ করা হয়েছে।"
কৌলামুল্লাহ আরও জানান, হামলার সময় প্রেসিডেন্ট কার্যালয়ে মহামত ইদ্রিস ডেবি উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২১ সালে বিদ্রোহীদের হামলায় চাদের প্রেসিডেন্ট ইদ্রিস ডেবি নিহত হওয়ার পর তাঁর ছেলে মহামত ইদ্রিস ডেবি ক্ষমতায় আসেন। ১৯৯০-এর দশকের শুরুর দিকে এক অভ্যুত্থানের মাধ্যমে চাদ শাসন করা শুরু করেছিলেন ইদ্রিস ডেবি।
What's Your Reaction?