কঙ্গনার ইমার্জেন্সি সিনেমা দেখতে আমন্ত্রণ, প্রিয়াংকা গান্ধীর প্রতিক্রিয়া
অবশেষে সব জট খুলেছে এবং মুক্তি পেতে যাচ্ছে কঙ্গনা রানাউতের প্রথম পরিচালিত ছবি *‘ইমার্জেন্সি’*, যেখানে তিনি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন।
অবশেষে সব জট খুলেছে এবং মুক্তি পেতে যাচ্ছে কঙ্গনা রানাউতের প্রথম পরিচালিত ছবি *‘ইমার্জেন্সি’*, যেখানে তিনি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন। ছবি মুক্তির জন্য প্রায় এক বছর ধরে নানা বাধা বিপত্তি মোকাবেলা করতে হয়েছে কঙ্গনাকে, তবে ১৭ জানুয়ারি ছবিটি মুক্তি পেলে তিনি নিশ্চয়ই এক স্বস্তির নিঃশ্বাস ফেলবেন। কঙ্গনাই ছবিটির চিত্রনাট্যকার এবং প্রযোজক।
এ ছবির মাধ্যমে কঙ্গনা রানাউত এমন একটি চরিত্রে অভিনয় করেছেন, যা নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা হয়েছে। ইন্দিরা গান্ধীর চরিত্রের জন্য, অভিনেত্রী ও বিজেপি সংসদ সদস্য কঙ্গনা সম্প্রতি প্রিয়াংকা গান্ধীকে ছবিটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। সংসদ ভবনে প্রিয়াংকার সঙ্গে সাক্ষাৎ হওয়ার সময়ই কঙ্গনা এই আমন্ত্রণ জানান।
সংবাদমাধ্যমকে কঙ্গনা বলেন, “প্রিয়াংকাজির সঙ্গে আমার সংসদে দেখা হয়েছিল। আমি তাকে বললাম, ‘আপনাকে কিন্তু *ইমার্জেন্সি* দেখতেই হবে’। তিনি খুবই আনন্দিত হয়ে উত্তর দেন—‘হ্যাঁ, হয়তো দেখব’। আমি তখন বলি, ‘এই ছবি আপনার অবশ্যই পছন্দ হবে’।”
এছাড়া, গান্ধী-নেহরু পরিবারের অন্য সদস্যদের ছবিটি দেখার জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানাবেন কিনা—এমন প্রশ্নের উত্তরে কঙ্গনা জানান, “প্রথমে দেখা যাক, তারা ছবিটি দেখতে চান কিনা। এ ছবিতে অনেক স্পর্শকাতর বিষয় তুলে ধরা হয়েছে, আর একজন বিশিষ্ট ব্যক্তিত্বের চরিত্র ফুটিয়ে তোলার সময় আমি খুবই যত্নবান ছিলাম। ইন্দিরা গান্ধীর চরিত্রকে যথাযথ সম্মান জানিয়ে পর্দায় তুলে ধরার চেষ্টা করেছি।”
তিনি আরও বলেন, “গবেষণা করার সময় আমি লক্ষ্য করেছি, ইন্দিরা গান্ধীর ব্যক্তিগত জীবন, সম্পর্ক, স্বামী, বন্ধুত্ব, বিতর্কিত যোগাযোগ—এসব নিয়ে অনেক আলোচনা হয়েছে। আমার মনে হয়েছে, এই চরিত্রের বহু দিক রয়েছে এবং আমি সেই দিকগুলোও উপস্থাপন করার চেষ্টা করেছি।”
পরিবারতন্ত্র (নেপোটিজম) নিয়ে কঙ্গনা বেশ কয়েকবার বিতর্কিত মন্তব্য করেছেন। এবার ইন্দিরা গান্ধীর চরিত্র নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, “ইন্দিরা গান্ধীও পরিবারতন্ত্রেরই একটি উদাহরণ।”
*‘ইমার্জেন্সি’* ছবিটি প্রথমে ২০২৪ সালের ৬ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল, তবে সেন্সর বোর্ডের অনুমতি না পাওয়ার কারণে মুক্তির তারিখে দেরি হয়েছিল।
What's Your Reaction?